
মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা জেলা ক্রাইম রিপোর্টারঃ
“যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” এই শ্লোগানে
নেত্রকোনার কেন্দুয়ায় মা ও শিশু সহায়তার কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন সোমবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ডক্টর মোঃ ইমদাদুল হক তালুকদার।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন- আব্দুর রউফ সরকার, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নেত্রকোনা।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন-উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা ইউনুস রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মীর্জা মোহাম্মদ, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার সহ পৌরসভার সচিবসহ ১৩ টি ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ।