
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা জেলার কয়রা উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮ জুন সকাল ১০ টায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী। অভিযানে অবৈধ জেলিপুশ করে ওজন বৃদ্ধি করা আনুমানিক ৬০ কেজি চিংড়ি, জেলি এবং অন্যান্য সরঞ্জামাদি সহ মোসাম্মাত তাসমিয়া (৩৭) কে জেলি পুশরত অবস্থায় হাতে নাতে আটক করা হয়। কিন্তু তার স্বামী আলাউদ্দিন গাইন(৪২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত ব্যাক্তি ও চিংড়ি মাছ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষনিক মোবাইল কোর্টি পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি সন্তস্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকাবাসী । বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আইন শৃংখলা নিয়ন্ত্রন, মাদক,সন্ত্রাস ও অপরাধ মুলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।