

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর লবনচরা থানাধীন রুপসা টোলপ্লাজার সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় আল মামুন (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্তবার ২৭ জুন রাত ৯ টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনগন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল মামুন রুপসা উপজেলার জাবুসা এলাকার আব্দুল মালেকের ছেলে। সে মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু বরন করেন।তিনি পেশায় একজন চা দোকানদার। পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, রুপসা টোল প্লাজা সংলগ্ন চায়ের দোকানদার মামুন জাবুসা জেমিনি সি ফুড এর পেছনে যাওয়ার প্লান্ট এর কাছে রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা প্রাইভেট কারের চালক তাকে গাড়ি চাপা দিয়ে খুলনা মেট্রো এলাকার অভিমুখে প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনগন মোটরসাইকেল চালিয়ে লবনচরা থানাধীন সাচিবুনিয়া পেট্রোল পাম্পের কাছে গিয়ে প্রাইভেট কারের গতি রোধ করে প্রাইভেট কার চালক সহ গাড়ি আটক করে। রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমান জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালকসহ গাড়িটি বর্তমানে লবনচরা থানায় আটক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।













