
প্রতিবেদক, কেন্দুয়া
নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, “বিএনপিকে কোণঠাসা করতে সরকারপন্থী মহল নানা দিক থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে বিএনপি রাজপথের আন্দোলনেই জবাব দেবে।”
বুধবার (২ জুলাই) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গোপালপুর হাইস্কুল মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বৃদ্ধ, অসুস্থ শরীরেও আপসহীন। আর তারেক রহমান নির্বাসনে থেকেও শত ষড়যন্ত্রের মধ্যেও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁরা চাইলে ক্ষমতা আর বিলাসিতা বেছে নিতে পারতেন, কিন্তু তাঁরা বেছে নিয়েছেন ত্যাগের পথ। আমাদেরও প্রস্তুত থাকতে হবে এই লড়াইয়ে। এবার আন্দোলন হবে ভিন্নমাত্রার।”
কর্মীসভায় সভাপতিত্ব করেন বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন—
সালাহ উদ্দিন খান মিল্কী (কেন্দ্রীয় কৃষকদল),জয়নাল আবেদীন ভূঁইয়া (সভাপতি, কেন্দুয়া উপজেলা বিএনপি),মাসুম চৌধুরী (সভাপতি, আটপাড়া উপজেলা বিএনপি),মজিবুর রহমান ভূঁইয়া মজনু (সাধারণ সম্পাদক, কেন্দুয়া উপজেলা বিএনপি),রফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক, আটপাড়া উপজেলা বিএনপি),হাবিবুর রহমান মোসলেম (সাবেক ছাত্রনেতা),মোয়াজ্জেম হোসেন খান ও জসিম উদ্দিন খোকন (পৌর বিএনপি)
কর্মীসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আশপাশের এলাকা থেকে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়ে সমাবেশকে জনসমুদ্রে রূপ দেন।