
মো: শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকড়গড়ার প্যারালাইজড রোগী আবুল হাশেমের কন্যা সামিয়া আক্তার উর্মি। উর্মি হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহন করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্যোগে ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় গত ২৯ জুন ২০২৫ হার্টে ছিদ্র নিয়ে জন্মগ্রহন করা সামিয়া আক্তার উর্মির অপারেশন করানো হয়।
এর আগে, আবদুল্লাহ ও তাইবা’র হার্টের অপারেশন করানো হয়। এনিয়ে ৩ জনের হার্টের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
পাশাপাশি হার্টে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চাদের সহায়তা করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল।