, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকতার মুখোশে চাঁদাবাজি ও লুটপাট! হাটহাজারী প্রেস ক্লাবের অর্থ সম্পাদকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ।

  • প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১৮৯ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম;

হাটহাজারী প্রেস ক্লাবের অর্থ সম্পাদক পরিচয়ধারী আজিজুল ইসলাম স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট ও ভূমিদস্যুতার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বসতবাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সরকার পতনের দিনই ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

এই ঘটনায় চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং: সিআর ৭৮৩/২৪ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। মামলায় অভিযোগ করা হয়েছে, স্বপন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এলাকাজুড়ে দাপট চালিয়ে আসছেন এবং বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা হাটহাজারীতে নিজেদের বসতভিটায় বাড়ি নির্মাণ করছিলেন। তখন আজিজুল ইসলাম স্বপন এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা চাঁদা দিতে অস্বীকার করলে গত সরকারের বিদায়ের দিন রাতেই সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ৩৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী, আসবাব ও ব্যক্তিগত মালামাল লুটপাট করা হয়।

এদিকে, স্বপনের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সাংবাদিকতার পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করাটা শুধু আইনবিরোধীই নয়, সমাজের জন্যও মারাত্মক হুমকি।

মামলার বাদী জানান, আমরা বিচার চাই। একজন সাংবাদিক পরিচয়ধারী চাঁদাবাজের কাছে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আদালতের আশ্রয় নিয়েছি, কারণ প্রশাসনের কাছ থেকেও আমরা পর্যাপ্ত সাড়া পাইনি।

এ বিষয়ে আজিজুল ইসলাম স্বপনের বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি যোগাযোগের বাইরে ছিলেন।

এখন সকলের দৃষ্টি আদালতের দিকে সত্যিই কী সাংবাদিকতার আড়ালে অপরাধ লুকানো সম্ভব? নাকি বিচারের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত সত্য?

 

প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫ | চট্টগ্রাম

সূত্র: চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,মামলা নং: সিআর ৭৮৩/২৪

 

জনপ্রিয়

সাংবাদিকতার মুখোশে চাঁদাবাজি ও লুটপাট! হাটহাজারী প্রেস ক্লাবের অর্থ সম্পাদকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ।

প্রকাশের সময় : ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম;

হাটহাজারী প্রেস ক্লাবের অর্থ সম্পাদক পরিচয়ধারী আজিজুল ইসলাম স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট ও ভূমিদস্যুতার গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, বসতবাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সরকার পতনের দিনই ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

এই ঘটনায় চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং: সিআর ৭৮৩/২৪ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। মামলায় অভিযোগ করা হয়েছে, স্বপন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এলাকাজুড়ে দাপট চালিয়ে আসছেন এবং বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা হাটহাজারীতে নিজেদের বসতভিটায় বাড়ি নির্মাণ করছিলেন। তখন আজিজুল ইসলাম স্বপন এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা চাঁদা দিতে অস্বীকার করলে গত সরকারের বিদায়ের দিন রাতেই সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে ৩৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী, আসবাব ও ব্যক্তিগত মালামাল লুটপাট করা হয়।

এদিকে, স্বপনের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সাংবাদিকতার পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করাটা শুধু আইনবিরোধীই নয়, সমাজের জন্যও মারাত্মক হুমকি।

মামলার বাদী জানান, আমরা বিচার চাই। একজন সাংবাদিক পরিচয়ধারী চাঁদাবাজের কাছে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আদালতের আশ্রয় নিয়েছি, কারণ প্রশাসনের কাছ থেকেও আমরা পর্যাপ্ত সাড়া পাইনি।

এ বিষয়ে আজিজুল ইসলাম স্বপনের বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি যোগাযোগের বাইরে ছিলেন।

এখন সকলের দৃষ্টি আদালতের দিকে সত্যিই কী সাংবাদিকতার আড়ালে অপরাধ লুকানো সম্ভব? নাকি বিচারের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত সত্য?

 

প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫ | চট্টগ্রাম

সূত্র: চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,মামলা নং: সিআর ৭৮৩/২৪