, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ।

  • প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ২৩০ পড়া হয়েছে

 

আশিবার্দ সরকার : কেন্দুয়া বিশেষ প্রতিনিধি

চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। জুলাইয়ের শুরু থেকেই দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। যা বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

এই অস্বাভাবিক গরমে হাঁসফাঁস করছে জনজীবন। শ্রমজীবী মানুষদের কাজে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি কমে গেছে। স্কুল-কলেজে উপস্থিতির হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

চিকিৎসকরা বলছেন, এই গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক ও ঘামাচির মতো রোগ ব্যাপকহারে ছড়াচ্ছে। তারা বেশি করে পানি পান ও রোদে সরাসরি বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। বৃষ্টিপাত না হওয়ায় গরম থেকে সাময়িক মুক্তির আশা কম।

জনপ্রিয়

অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ।

প্রকাশের সময় : ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

আশিবার্দ সরকার : কেন্দুয়া বিশেষ প্রতিনিধি

চলমান তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। জুলাইয়ের শুরু থেকেই দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। যা বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

এই অস্বাভাবিক গরমে হাঁসফাঁস করছে জনজীবন। শ্রমজীবী মানুষদের কাজে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি কমে গেছে। স্কুল-কলেজে উপস্থিতির হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

চিকিৎসকরা বলছেন, এই গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক ও ঘামাচির মতো রোগ ব্যাপকহারে ছড়াচ্ছে। তারা বেশি করে পানি পান ও রোদে সরাসরি বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। বৃষ্টিপাত না হওয়ায় গরম থেকে সাময়িক মুক্তির আশা কম।