

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট কর্মকর্তা, কর্মচারীদের মাসিক বেতন ভাতা প্রদানে সাময়িক সময়ের জন্য আর্থিক ক্ষমতার দায়িত্ব পেয়েছেন ইউজিসির পরিচালক বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মাদ জামিনুর রহমান। কুয়েটে ভাইস চ্যান্সেলরের নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার ১৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম কাশেম সাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্ব অর্পনের কথা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১৯ মে থেকে উপাচার্য না থাকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট,র ১১শত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বেতন ভাতা বন্ধ রয়েছে প্রায় তিন মাস, বন্ধ রয়েছে একাডেমিক সকল কার্যক্রম। বেতন ভাতা না পেয়ে মানবতার জীবন যাপন করছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচশতাধিক কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমিতি, অফিসার্স, কর্মকর্তা, কর্মচারী সমিতির ব্যানারে বেতন ভাতার দাবিতে মানববন্ধন সহ শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির কাছে দাবি জানিয়ে আসছিলেন।













