, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গড়াডোবা ইউপি সদস্যের দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

  • প্রকাশের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১১৮ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কেন্দুয়া (নেত্রকোনা);

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোসা: মঞ্জুরা আক্তার ও তার সহযোগী কথিত দুই সাংবাদিক মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দুপুর ২টায় গড়াডোবা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ‘গড়াডোবা ইউনিয়নের সচেতন নাগরিক মহল’। এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ইউপি সদস্য মঞ্জুরা আক্তার দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তার নাম ব্যবহার করে নানা প্রকল্প বাস্তবায়নের নামে কোটি টাকার কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। অথচ এসব প্রকল্পের বেশিরভাগই বাস্তবে দৃশ্যমান নয়।

এছাড়া সাংবাদিক পরিচয়ে চিহ্নিত মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবি নানা সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা তথ্য প্রচার এবং চাঁদা আদায়ের অভিযোগে জড়িত রয়েছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকাবাসীর স্বার্থে এই দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও গড়াডোবা ইউনিয়নে ইউপি সদস্য মঞ্জুরা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গড়িমসি ও অস্বচ্ছ লেনদেনের অভিযোগ উঠেছিল, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

জনপ্রিয়

গড়াডোবা ইউপি সদস্যের দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার দাবিতে মানববন্ধন।

প্রকাশের সময় : ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক, কেন্দুয়া (নেত্রকোনা);

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোসা: মঞ্জুরা আক্তার ও তার সহযোগী কথিত দুই সাংবাদিক মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও অপপ্রচারের অভিযোগে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দুপুর ২টায় গড়াডোবা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ‘গড়াডোবা ইউনিয়নের সচেতন নাগরিক মহল’। এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ইউপি সদস্য মঞ্জুরা আক্তার দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তার নাম ব্যবহার করে নানা প্রকল্প বাস্তবায়নের নামে কোটি টাকার কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। অথচ এসব প্রকল্পের বেশিরভাগই বাস্তবে দৃশ্যমান নয়।

এছাড়া সাংবাদিক পরিচয়ে চিহ্নিত মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবি নানা সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা তথ্য প্রচার এবং চাঁদা আদায়ের অভিযোগে জড়িত রয়েছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এলাকাবাসীর স্বার্থে এই দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও গড়াডোবা ইউনিয়নে ইউপি সদস্য মঞ্জুরা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গড়িমসি ও অস্বচ্ছ লেনদেনের অভিযোগ উঠেছিল, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।