
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
প্রয়েজনীয় রাস্ট্র সংস্কার, গনহত্যার বিচার, সংখ্যানুপাতিক ( পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সকল বন্ধ মিলকারখানা চালু ও ইসলামী সমাজ ভিত্তিক কল্যান রাস্ট্র প্রতিষ্ঠার দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ২৬ জুলাই দুপুরে ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলার উদ্যোগে নগরীর শিববাড়ি মোড়ে গনসমাবেশের মুলপর্ব শুরু হয়। এর আগে সকাল থেকে নেতাকর্মীরা নগরীর শিববাড়ি মোড়ে মিছিল সহকারে উপস্থিত হয়। সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলনের আমীর ও ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। গনসমাবেশে খুলনার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট থেকে বাংলাদেশকে রক্ষা করতে পেরেছি। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। এজন্য আরো একটি যুদ্ধ করতে হবে। এদেশের মানুষের আকাংখা ছিল বিভিন্ন রাজনৈতিক ইসলামী দল একমঞ্চে একত্রিত হোক। আজকে জনগনের সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। বক্তারা আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি কল্যান রাস্ট্র । আগামীদিনের বাংলাদেশ চাই ঐক্যের বাংলাদেশ। আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সেই নির্বাচন যেন পেশিশক্তির না হয়। বাংলাদেশ সেই পেশিশক্তি উত্থাপন যেন না হয়। খুলনার সকল শিল্প কারখানা চালুর দাবি জানানো হয়। গনসমাবেশে বিশেষ অতিথি সংগঠনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল ও জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। গনসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। এদিকে নগরীর শিববাড়ি মোড়ে গনসমাবেশের পর সন্ধ্যায় শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস গোল চত্বর মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা ও খালিশপুর শাখার আয়োজনে মাহফিল অনুষ্ঠিত হবে।