
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনাতে তিন দিনের ” সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা ” বিষয়ক প্রশিক্ষণের সমাপনি হয়েছে। আজ ৩০ জুলাই বিকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়। ইউনেস্কো – আইপিডিসির আর্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ায়। সাংবাদিকরা সর্বদা ঝুঁকির মধ্যে কাজ করেন। প্রশিক্ষণটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উপকারে আসবে। তিনি আরো জানান, নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্যর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের খেয়াল রাখতে হবে তাদের প্রতিবেদনের কারনে নিরাপদ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকেই যার যার সীমারেখা মেনে আমরা যদি কাজ করি এবং অপরকে কাজ করার সুযোগ দেয়, তাহলে সমাজ বদলে যাবে। তিনদিনের প্রশিক্ষণের সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্ক খুলনার সমন্বয়কারী দিদারুল আলম, নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ ও কর্মকর্তা রেজাউল করিম।