
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া থানার উদ্যোগে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের দিকনির্দেশনায় ও চৌকস উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদী জেলা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
মোবাইল ফোনটির প্রকৃত মালিক ফরিদ আহমেদ, যিনি কেন্দুয়া উপজেলার বাট্টা গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। মোবাইল উদ্ধারের পর আনুষ্ঠানিকভাবে সেটি ফরিদ আহমেদের কাছে হস্তান্তর করা হয়।
ফরিদ আহমেদ জানান, “দুই মাস আগে আমার বাড়ি থেকে মোবাইলটি চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বাধ্য হয়ে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। অবশেষে থানার চৌকস পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আজ আমি আমার মোবাইলটি ফিরে পেয়েছি। এজন্য আমি কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ধরনের অভিযান পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করবে বলে মনে করছেন এলাকাবাসী।