
মোঃ রাজু হোসেন, রামগঞ্জ (প্রতিনিধি):
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজানের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। সৃষ্ট ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গত (০২ আগস্ট) শনিবার রাত ৮টার সময় উপজেলার ইছাপুর ইউনিয়ন রাঘবপুর গ্রামে শামছুল হক মিজানের বসত বাড়িতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শামছুল হক মিজানের মেঝো ভাই সুলতান আহম্মেদের স্ত্রী রেহানা বেগম জানান, আমার মেয়ে পাশের বাড়িতে প্রাইভেট পড়ে। রাত ৮টার সময় মেয়েকে আনতে গেলে ১০/১২ টি মোটরসাইকেল যোগে একদল দুর্বিত্ত আমাদের বসত বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনে এসে ককটেল ফোটায়, বাড়ির সামনে থাকা সকল লাইট ভেঙ্গে পেলে। প্রথম গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সকল সিসি ক্যামেরা ভেঙ্গে পেলে এবং কিছু সিসি ক্যামেরা তারা লুটতরাজ নিয়ে যায়। তারপর বাসার দরজা ভেঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করে তারা। তখন রেহানা বেগম সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল দিয়ে আইনি সহয়তা চাইলে দুর্বিত্তরা ককটেল মারতে মারতে পালিয়ে যায়। শামছুল হক মিজানের বড় বোন মনি বেগম জানান, বাসায় কেউ না থাকায় আমরা দুর্বিত্তদের হাত থেকে বেঁচে গেছি। তারা আমাদের বাড়ির লাইট, গেট, জানালার গ্লাস ও সিসি ক্যামেরা ভেঙ্গে পেলেছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতা ভূগতেছি। এই বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভুক্তভোগীর পরিবার। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, ৯৯৯ এর মাধ্যমে আমরা হামলার ঘটনা শুনেছি। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আলামত সংগ্রহ করেন। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতা আনার চেষ্টা অব্যহত রয়েছে।