
রিচাজ~পাথর মৃর্ধা,
কত নামের মানুষ
কতো তার নামের বাহার
আমি শুধু শুনি আর অবাক হয়ে ভাবি !
কৃষ্ণ ছলনা করে ছিলো —
রাধাকে পাওয়ার জন্য —
তুমি ছলনা করলে নিজের স্বার্থ আদায়ের জন্য,
বুঝতে পারছি না হাসবো না অবাক হবো
জীবনে এমন একজন মানুষ এলো
সে শুধু মিথ্যার আশ্রয়ে , মিথ্যার প্রাসাদ গড়লো।
তবু দূর থেকে বলি অনেক ঠকিয়েছো
আর ঠকায়ো না আমারে
তোমার মিথ্যার জগতে।