
সুকমল চন্দ্র বর্মন (পিমল) ,জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রবিবার (১০ আগষ্ট) রাত সাড়ে তিনটায় পৌরসভার তালুকদার পাড়া মহল্লায় নাফসি তালুকদারের বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। এরপর অ*স্ত্রে*র মুখে পরিবারের সবাইকে জিম্মি করে প্রায় ঘন্টা ব্যাপী লুটপাট চালিয়ে ভোররাতে বের হয়ে যায় ডাকাত দল।
শিক্ষিকা তাজমিনা তালুকদার জানান, ৮ জনের একদল ডাকাত বাড়িতে প্রবেশ করেই হাত,পা, মুখ বেঁধে ফেলে লুটপাট শুরু করে। ঘরের প্রতিটা জায়গায় খুঁজে তারা টাকা ও স্বর্ণ নিয়ে চলে যায়।
শিক্ষক নাফসি তালুকদার জানান, জানালার গ্রিল কেটে ডাকাতেরা বাড়িতে প্রবেশ করে। অ*স্ত্রে*র মুখে জিম্মি করে স্ত্রী সন্তান সহ আমাকে হাত, পা, চোখ বেঁধে ফেলে একঘরে বন্ধ করে রাখে। এরপর ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাত দল। এঘটনায় এএসপি সার্কেল ও কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি চলছে।