
সন্ধ্যা হলে সূর্য কেন
পশ্চিম আকাশে যায় ,
ভোরের আলো প্রতিদিন
পুব আকাশে ছড়ায় ?
উত্তর দক্ষিণে যায়না সূর্য
পুব পশ্চিমকে ভালোবেসে ?
চাঁদের আবার কিসের ভয়
তাঁরার ভীড়ে থাকে মিশে ।
ভোরের শিশির বিন্দু বিন্দু
ঘাসের ডগায় থাকলে ,
ফুল পাখিদের মিলন হয়
আযানের সুর হাঁকলে।