
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের পতেঙ্গা থানার খালপাড় এলাকা থেকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের তোতা মিয়ার ছেলে মো. তারিফ মিয়া (২৩) গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বুধবার (১৩ আগস্ট) বেলা দেড়টার দিকে তারিফের মা আনার কলি ও পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র জানায়, চট্টগ্রামে বসবাসকারী বহুলী গ্রামের ঠিকাদার আবু শাহিন (৫৫) মিয়ার অধীনে গত তিন বছর ধরে রাজমিস্ত্রীর কাজ করছিলেন তারিফ মিয়া। গত ৭ আগস্ট সকাল আনুমানিক ৭টায় পতেঙ্গার খালপাড় এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তার মা আনার কলি বলেন, “আবু শাহিন আমার দেবর। সেদিন সকালে বাড়ি ফেরার কথা বলে রওনা হয় তারিফ। কিন্তু এখনও বাড়ি ফেরেনি। তার কাছে মোবাইল ফোনও ছিল না, তাই যোগাযোগ করতে পারছি না। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কেউ তার খোঁজ পেলে ০১৯৪৩৫০৫৫৫৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।
এ বিষয়ে আবু শাহিন জানান, “তারিফ আমার কাছেই থাকতো। বাড়ি যাওয়ার কথা বলে সকাল ৭টায় আমার কাছ থেকে বিদায় নেয়। পরে পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, সে বাড়ি যায়নি। বিকালে শুনেছি, সে বায়জিদ নামে তার এক বন্ধুর বাসায় গিয়েছিল। এরপর আর কোনো খোঁজ পাইনি। অনেক খোঁজাখুঁজি করেছি, তবে থানায় এখনও জিডি করিনি। তারিফের বন্ধু বায়জিদের সঙ্গে যোগাযোগের জন্য ০১৯৪৫৮৫৯২২৫ নম্বরে একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “যেখান থেকে নিখোঁজ হয়েছে, প্রথমে সেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর আমরা আইনগত ব্যবস্থা নেব।”