
মোঃ কাউছার পাটোওয়ারী হাজীগঞ্জ প্রতিনিধি:
গতকাল ১১ই আগস্ট সোমবার রাতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আবু তাহের প্রধানিয়াকে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । চেয়ারম্যান আবু তাহের প্রধানিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজার গাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো: আনাছ শেখ ,আরিফ খান ,সোহাগ শেখ ,রাসেল সরকার ১ নং ওয়ার্ড সাবেক সহ সভাপতি ,রাসেল মিজি ,নাইম খান ,ইব্রাহিম শেখ ,রাকিব শেখ ,আতাউল্লাহ শেখ ,মেহেদী শেখ,জাহিদ খান,শুভ শেখ ,সাব্বির শেখ, তারা বলেন, মরহুমা নিজ এলাকায় একজন ধর্মপ্রাণ, সচ্চরিত্র এবং পরোপকারী হিসেবে সুপরিচিত ছিলেন এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। চেয়ারম্যান মরহুম আবু তাহের প্রধানিয়ার প্রথম জানাযার নামাজ সকাল ১০ ঘটিকার সময় রাজারগাও কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে অনুষ্ঠিত হয়েছে ,দ্বিতীয় জামায়াত বাদ যোহর মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে অনুষ্ঠিত হয় ।