
ওরে পথিক ভয় কিরে তোর
ছাতায় জমছে জল তো,
একটু ভিজলে ক্ষতি কি তোর
পরে পাবি ফল তো।
পথের সাথী নাই হলো তোর
মনের জোরই আসল,
সাহস নিয়ে এগিয়ে যা তুই
হবি ঠিকই সফল।
বৃষ্টি শেষে উঠবে রবি
নতুন দিনের ভোর তো,
ক্ষণেক বিপদ সামলে চলো
কেটে যাবে ঘোর তো।
চলার পথটা পিছল হবে
থামিস না তুই পথিক,
বৃষ্টি থেমে যাবে ঠিকই
পথ চলা তোর সঠিক।
মনের বিশ্বাস আস্থা নিয়ে
সবাই পথটা চলি,্
আগামীর ফুল করবোনা ভুল
হবো ফোঁটা কলি।
জীবন সেতো ক্ষণেক আবাস
রৌদ্র ছায়ার খেলা,
মনের জোরে সাহস নিয়ে
আসবে সুখের ভেলা।।