
মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ
বিলকিস আক্তার রুমা( নিহত)(৩২),স্বামী -আজিজুল মিয়া (৪০),
গ্রাম -নোয়াদিয়া,ইউনিয়ন -বলাইশিমুল,কেন্দুয়া, নেত্রকোণা।
১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ঘটিকায় বিষ (কীটনাশক) পান করার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরন করলে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে কলতাপাড়া নামক স্থানে বেলা ২ঘটিকায় মৃত্যু বরণ করেন ।
পারিবারিক সূত্রে জানা যায়- বিলকিস আক্তার রুমা (৩২) । তাঁর স্বপ্ন ছিলো নতুন বাধার। সেই ঘরে ১৩ বছরের ১টি ছেলে ও ৭ বছরের ১টি মেয়েকে নিয়ে দীর্ঘদিন বাঁচার, ভালোভাবে বাঁচার ।
পারিবারিক রাগ অনুরাগে বিষপানে তার এই অকাল মৃত্যুতে সন্তান ও বাবার আহাজারির শেষ ঠিকানা চোখের জল।
বিলকিস আক্তার রুমার বাবা মোঃ মতিউর রহমানের কারো প্রতি কোন অভিযোগ নেই ! শুধু আক্ষেপ করে বলেন- মানুষের সব স্বপ্নই কি পূরণ হয় !!
স্বামীঃ আজিজুল মিয়া বলেন- ইট,বালু, টিন এনেও টাকার অভাবে আমার বউয়ের স্বপ্ন নতুন ঘর করার। সেই স্বপ্নও তার পুরণ করতে পারি নাই।
কেন্দুয়া থানা এসআই জাহিদ হাসান বলেন- পারিবারিক রাগ অনুরাগে বিলকিস আক্তার নিজে বিষপান করে, পরিবারের কোন ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় কাউকে অভিযুক্ত করা হয় নাই, কিন্তু এরপরেও থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।