
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় গভীর শোক ও শ্রদ্ধার সাথে মহানবী হযরত মুহাম্মাদ (স:) এর দৌহিত্র কারবালায় শহীদ ইমাম হুসাইন (আ:) শাহাদাতের চল্লিশা বা চেহলাম পালিত হয়েছে। গতকাল বিকাল ২ টা ৩০ মিনিটে নগরীর আলতাপোল লেনস্থ পাঞ্জাতানি ইমাম বাড়িতে খুলনা বিভাগীয় চেহলাম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, শোকসভা এবং মাতম মিছিল অন্তর্ভুক্ত ছিল। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রান মুমিন অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ খলিল রাজাভী। তিনি বলেন, ইমাম হুসাইন ( আ:) এর শাহাদাত মানব জাতির ইতিহাসে অংশ ও শোকাবহ। এটি জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি নৈতিক দায়িত্ব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী তিনি বলেন, হুসাইন হেদায়েতের আলোক বর্তিকা এবং নাজাতের তরনী। আলোচনা সভার পর শোক মাতম মিছিল বের করা হয়। মিছিলে আল্লাহু আকবর, ইয়া হুসাইন ধবনিতে নগরীর বিভিন্ন এলাকা মুখরিত হয়। প্রসঙ্গত, প্রতি বছর ইসলামী বিশ্বে ২০ সফর তারিখে ইমাম হুসাইন ( আ:) এর শাহাদাতের চল্লিশা পালিত হয়। ৬১ হিজরি ১০ মহরমে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে তিনি ও তার পরিবার শাহাদাত বরন করেন।