
মদন প্রতিনিধি এ এম শফি
সম্প্রতি নেত্রকোণা একটি বেসরকারি হাসপাতালে জন্মগত ত্রুটিযুক্ত এই পুত্র সন্তানের জন্ম গ্রহণ করেছে। কিন্তু শিশুটি নিয়ে আমাদের বিজ্ঞানসম্মত ধারণা না থাকার ফলে নানান ধরনের বিকৃত ও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
শিশুটির এই জন্মগত ত্রুটির নাম Anencephaly ( মাথার খুলির উপরের অংশ না থাকা শিশু) এ ধরনের শিশুর জন্মের কারণ হিসেবে প্রধানত: বিকিরণজনিত সমস্যাকে চিহ্নিত করা হয়। মা গর্ভাবস্থায় এক্স-রে করলে শিশুর এধরনের বিকৃতি হতে পারে। এক্স-রের বিকরণ রশ্মিতে মায়ের ডিম্বাশয়ের ক্রোমোজমে বিচ্যুতি হয়ে শিশুর যৌনাঙ্গের বিকৃতিসহ মস্তিষ্ক, ফুসফুস, হৃদযন্ত্র, পাকস্থলী, কিডনিসহ নানান ধরে ধরনের বিকৃতি নিয়ে শিশু জন্মগ্রহণ করতে পারে। এ ধরনের শিশু বেঁচে থাকার সম্ভাবনা শূন্য।
এধরণের শিশু জন্মের আরো কিছু কারণ থাকতে পারে, যেমন- গর্ভাবস্থায় মায়ের শরীরে ফলিক অ্যাসিডের অভাব, বংশগত কারণ, গর্ভাবস্থায় কিছু সংক্রমণ, কিছু নির্দিষ্ট ওষুধ সেবন এবং মায়ের ডায়াবেটিসও অ্যানেন্সেফালির ঝুঁকি বাড়াতে পারে। কাজেই আমাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।