
মদন প্রতিনিধি এ এম শফি;
অভয়াশ্রম গড়ে তুলি দেশীয় মাছে দেশ ভরি।
এই স্লোগানে নেত্রকোনার মদনে র্যালি শেষে
উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ অলিদুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ধানের শেষে নমিনি এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদ করিম সিদ্দিকী,উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমরান হাবিব,
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার (সভাপতি) দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, উদ্যোক্তা মাহফুজা আক্তার শিমু, মৎস্য উদ্যোক্তা প্রবেশ কুমার মাদব অন্যান্য প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা ৮ ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি অবলম্বনে মৎস্য চাষে উৎসাহিত করা হয়েছে।