, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
দৈনিক সাম্যবাদী নিউজ

কেন্দুয়ায় বৈখেরহাটি বাজারে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

  • প্রকাশের সময় : ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫
  • ৩৭ পড়া হয়েছে

মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী বাজারে চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রমজান মিয়া (৩৮), পিতা- আবু সালাম, সাং- দৈলা, দলপা ইউনিয়ন, কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে বিবাদী জিয়াউর রহমান, শহীদ উল্লা ও সোহেল মুন্সী দৈলা গ্রামের তফাজ্জল মিয়াকে বাজারে ডেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাঁর শিশু সন্তানকে অপহরণ করারও হুমকি দেওয়া হয়। পরে তারা তফাজ্জলের বাড়িতে গিয়ে শিশুটিকে মায়ের কোলে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কান্নাকাটির একপর্যায়ে শিশুটিকে ফেরত দিলেও পরদিন সকালে টাকা না দিলে এলাকা ছাড়তে হবে, না হলে খুন করে গুম করে ফেলার হুমকি দেয়। এর পর থেকে ভুক্তভোগী আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

পরবর্তীতে ১৮ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বিবাদীরা ধারালো অস্ত্রশস্ত্র (রামদা, চাপাতি, রড ইত্যাদি) নিয়ে বেখৈরহাটী বাজারসংলগ্ন শুভ মার্কেটে হামলা চালায়। এসময় তারা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল লুটপাট করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। একই সঙ্গে তারা ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে এবং বাড়িতে তালা লাগিয়ে দেয়।

এ ঘটনায় স্থানীয় তফাজ্জল, সাইকুল ইসলাম, কাঞ্চন মিয়া ও জুয়েল মিয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে সবকিছু প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মোঃ রমজান মিয়া বলেন- “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করার চেষ্টা করছে ।

আমরা তাদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছি” ।

জিয়াউর রহমান জিয়া বিষয়টি স্বীকার করে বলেন-

আমার জায়গা আমি দখল করেছি, আমার এই দোকানের কাগজ পত্র আছে, আমি দরবার সালিশে সেই কাগজ পত্র দেখিয়েছি। এক প্রশ্নের জবাবে কাগজ পত্র দেখাতে বললে তিনি রাগে বশবতী হয়ে বলেন- আপনাদের দেখাব কেন বলে আরও খারাপ ব্যবহার করে।

এ বিষয়ে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান- লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

দৈনিক সাম্যবাদী নিউজ

কেন্দুয়ায় বৈখেরহাটি বাজারে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

প্রকাশের সময় : ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২০ আগস্ট ২০২৫

মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী বাজারে চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রমজান মিয়া (৩৮), পিতা- আবু সালাম, সাং- দৈলা, দলপা ইউনিয়ন, কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে বিবাদী জিয়াউর রহমান, শহীদ উল্লা ও সোহেল মুন্সী দৈলা গ্রামের তফাজ্জল মিয়াকে বাজারে ডেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাঁর শিশু সন্তানকে অপহরণ করারও হুমকি দেওয়া হয়। পরে তারা তফাজ্জলের বাড়িতে গিয়ে শিশুটিকে মায়ের কোলে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কান্নাকাটির একপর্যায়ে শিশুটিকে ফেরত দিলেও পরদিন সকালে টাকা না দিলে এলাকা ছাড়তে হবে, না হলে খুন করে গুম করে ফেলার হুমকি দেয়। এর পর থেকে ভুক্তভোগী আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

পরবর্তীতে ১৮ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে বিবাদীরা ধারালো অস্ত্রশস্ত্র (রামদা, চাপাতি, রড ইত্যাদি) নিয়ে বেখৈরহাটী বাজারসংলগ্ন শুভ মার্কেটে হামলা চালায়। এসময় তারা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল লুটপাট করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। একই সঙ্গে তারা ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে এবং বাড়িতে তালা লাগিয়ে দেয়।

এ ঘটনায় স্থানীয় তফাজ্জল, সাইকুল ইসলাম, কাঞ্চন মিয়া ও জুয়েল মিয়া ঘটনাস্থলে উপস্থিত থেকে সবকিছু প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মোঃ রমজান মিয়া বলেন- “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল ও ব্যবসা-বাণিজ্য নষ্ট করার চেষ্টা করছে ।

আমরা তাদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছি” ।

জিয়াউর রহমান জিয়া বিষয়টি স্বীকার করে বলেন-

আমার জায়গা আমি দখল করেছি, আমার এই দোকানের কাগজ পত্র আছে, আমি দরবার সালিশে সেই কাগজ পত্র দেখিয়েছি। এক প্রশ্নের জবাবে কাগজ পত্র দেখাতে বললে তিনি রাগে বশবতী হয়ে বলেন- আপনাদের দেখাব কেন বলে আরও খারাপ ব্যবহার করে।

এ বিষয়ে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান- লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।