
মোঃ রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো :
খুলনা সাচিবুনিয়া মোড় থেকে ৫ পিচ স্বর্নের বার সহ রোজি (৪২) নামের এক মহিলা চোরাকারবারিকে আটক করা হয়েছে। লবনচরা থানা পুলিশ শনিবার ২৩ আগষ্ট সন্ধ্যায় তাকে আটক করে। তিনি সাতক্ষীরা সদরের মোল্লাডাঙ্গী গ্রামের হাইবুল্লাহর স্ত্রী। পুলিশ জানায় লবনচরা থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার বিকালে সাচিবুনিয়া বিশ্ব রোড় মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। ঔই দিন সন্ধ্যায় চেকপোস্ট থেকে আসামির হেফাজত হতে ৫ পিচ স্বর্নের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৬২৩. ৩৮ ( ছয়শত তেইশ দশমিক তিন আট) গ্রাম যার আনুমানিক বাজার মুল্যে ৮৩ লাখ ৫০ হাজার টাকা। স্বর্নের বারের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।