, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
দৈনিক সাম্যবাদী নিউজ

আমতলীর পায়রা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার।

  • প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
  • ২০ পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ে পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবক নিখোঁজ হন। তিন ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। বিষয়টি আমতলী থানা পুলিশ নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সজল গোসলের জন্য পায়রা নদীতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ উদ্ধারে অভিযান চালায় এবং দীর্ঘ অনুসন্ধানের পর তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পাওয়ার পরই আমরা ফায়ার সার্ভিসকে জানাই এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেটি সাঁতার জানতো না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

দৈনিক সাম্যবাদী নিউজ

আমতলীর পায়রা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার।

প্রকাশের সময় : ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫

মাইনুল ইসলাম রাজু ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ে পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবক নিখোঁজ হন। তিন ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। বিষয়টি আমতলী থানা পুলিশ নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সজল গোসলের জন্য পায়রা নদীতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ উদ্ধারে অভিযান চালায় এবং দীর্ঘ অনুসন্ধানের পর তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পাওয়ার পরই আমরা ফায়ার সার্ভিসকে জানাই এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেটি সাঁতার জানতো না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।