
মেহেদী হাসান ইমন, মিডিয়া প্রতিনিধি;
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ইজারাদার তফাজ্জল হোসেনের অধীনে পৌর বাস টার্মিনালে সি এন জি, অটোরিকশা, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহনের কাছ থেকে ২০ টাকা করে টোল আদায় করা হচ্ছে বলে জানা গেছে।
যানবাহনচালকরা অভিযোগ করেন, পৌরসভার উন্নয়নের নামে এ টাকা আদায় হলেও এর কোনো সঠিক হিসাব নেই। এমনকি টোল আদায়ের রশিদে তারিখের সঠিক উল্লেখ না থাকায় অনেকেই বিষয়টিকে চাঁদাবাজি বলে দাবি করছেন।
টোল আদায়ের রশিদে স্পষ্টভাবে লেখা রয়েছে। পৌর টোল পরিশোধ করুন, পৌরসভার উন্নয়নে এগিয়ে আসুন কিন্তু চালকদের প্রশ্ন, এই টাকা আসলেই পৌরসভার উন্নয়নে ব্যয় হচ্ছে কিনা, তার কোনো প্রমাণ তারা পাননি।
স্থানীয় প্রশাসনের প্রতি পরিবহন শ্রমিকরা দ্রুত এই অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।