
জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন সমাজের সম্মিলিত দায়িত্ব
বর্তমানে ধর্মের অপব্যাখা ও বিভ্রান্তিকর ব্যাখার মাধ্যমে একটি চক্র তরুণ সমাজকে উগ্রতায় উসকিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডি পেজের মাধ্যমে তারা ধর্মপ্রাণ মানুষকে ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র করছে। এটি শুধু ব্যক্তি বা পরিবারের জন্য নয়, বরং গোটা জাতির জন্যই এক ভয়াবহ হুমকি।
একটি জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের এখনই ঐক্যবদ্ধভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। সমাজের সব স্তরের মানুষকে—বিশেষ করে শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে, এবং তাদের এ-বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে এবং পরিবারে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে।
এই পরিস্থিতি মোকাবিলায় একটি স্বাধীন ও কার্যকর জাতীয় জঙ্গি ও সন্ত্রাস দমন কমিশন বা মন্ত্রণালয়** গঠন সময়োপযোগী পদক্ষেপ হতে পারে। এ কমিশন শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, তথ্যপ্রযুক্তি-ভিত্তিক জঙ্গি প্রচারকেও নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হলেও, এর সমাধান আমাদের নিজেদের হাতেই। আসুন, সকলে মিলে একটি সহনশীল, শান্তিপূর্ণ এবং মানবিক বাংলাদেশ গড়ার পথে একসাথে এগিয়ে যাই।
গোলাম কিবরিয়া ফারাজ
দীঘিনালা. খাগড়াছড়ি
ইমেল farazgk649@gmail.com