

সুকমল চন্দ্র বর্মন (পিমল),জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ তুলে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন ঠিকাদাররা। বুধবার (২১শে মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো তাঁরা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক আফরোজা আকতার বরাবরে একটি স্মারকলিপিও দেন তাঁরা।
ঠিকাদাররা অভিযোগ করেন, শাহ আলম দায়িত্ব নেওয়ার পর থেকে টেন্ডার অনুমোদন, বিল ছাড় ও রোলার ব্যবহারে ১ শতাংশ হারে ঘুষ দাবি করছেন। বিল প্রক্রিয়ায় বিলম্ব, কাজ আটকে রাখা এবং ঘুষ ছাড়া কোনো কার্যক্রম অনুমোদন না দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
তাঁরা আরও জানান, এক পলাতক আসামিকে গোপনে ডেকে ৮ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পে চুক্তিবদ্ধ করা হয়েছে, যা আইনের লঙ্ঘন। শাহ আলম নিজেই স্বীকার করেছেন, তিনি এই পদে আসতে অর্থ ব্যয় করেছেন এবং তা ঘুষের মাধ্যমে তুলছেন।
তাঁরা অবিলম্বে তাঁর (প্রকৌশলী শাহ আলমের) অপসারণ ও সৎ প্রকৌশলী নিয়োগের দাবি জানান।
এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, শাহ আলম বদলি ও ছুটির আবেদন করেছেন।











