
কলকাতা: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবার পাঠকদের জন্য বিশেষ আকর্ষণ যোগ হচ্ছে চায়না খাতুনের নতুন উপন্যাস লাভ জেহাদ। বইটি এবার প্রথমবার প্রকাশিত হচ্ছে এবং এতে সমাজ, সম্পর্ক ও ভালোবাসার জটিলতাকে কেন্দ্র করে গল্প বলা হয়েছে।
উপন্যাসের বিষয়বস্তু নিয়ে লেখক জানান, আমি চেষ্টা করেছি বর্তমান সময়ের প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে একটি বাস্তবধর্মী কাহিনী তুলে ধরতে। পাঠকরা নিশ্চয়ই এটি পড়ে ভাবতে বাধ্য হবেন।
আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যা প্রতি বছরই দেশের পাঠক মহলে উত্তেজনা সৃষ্টি করে, সেখানে চায়না খাতুনের স্টলটি পাঠকদের জন্য নতুন কিছু অভিজ্ঞতা দিতে প্রস্তুত। বইটি সম্পর্কে আগ্রহী পাঠকরা মেলায় উপস্থিত থেকে লেখকের সাথে সরাসরি আলোচনা করতে পারবেন।
বইটি ইতিমধ্যেই প্রকাশক সংস্থা থেকে পাওয়া যাচ্ছে এবং মেলার বিশেষ ছাড়ে কেনা যাবে।
















