
মোঃ মনজের আলী;
কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
২৫ মে রবিবার বিকেল ৪টার সময় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান, জেলার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন। আলোচক ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান। এছাড়া জেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।