
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
নগরীতে সড়কে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অপসারণ কার্যক্রম চালিয়েছে খুলনা সিটি করপোরেশন ( কেসিসি)। আজ ২৯ মে সকালে নগরীর বয়রা বাজার মোড় ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক পর্যন্ত এ অপসারন চালানো হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে কোরবানির পশুর হাট পরিচালনায় লক্ষ্যে অপসারণ কার্যক্রমের নেতৃত্ব দেন কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান। অভিযানে ফুটপাতের ওপর চুলা রেখে হোটেল ব্যবসা পরিচালনা করার অপরাধে বয়রা বাজার মোড়স্থ হোটেল ব্যবসায়ী আব্দুর রহমানকে ২ হাজার এবং ফুটপাতের ওপর গ্রীল রাখা ও নির্মানের অপরাধে সোনাডাঙ্গা বাইপাস রোডস্থ এস এস পয়েন্টর তত্ত্বাধিকারী মো: হেলাল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানকালে সড়কে ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা অপসারন করা হয়। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ কেএমপির পুলিশ সদস্যগন অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনসার্থে এ অপসারন কার্যক্রম অব্যাহত থাকবে।