
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
তারুণ্যের অগ্রযাত্রা ও আগামীর বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভা আজ ৩০ মে সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) ম জাবেদ ইকবাল। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে তারুণ্যের শক্তি গুরুত্ব অনেক। জুলাইয়ের গনঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান বাংলাদেশর সৃষ্টি। নতুন বাংলাদেশ তৈরিতে এই তরুনদের মেধা শক্তি কাজে লাগাতে হবে। এলক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পা গ্রহণ করেছে। তরুনরা বাংলাদেশকে কেমন দেখতে চাই এ লক্ষ্যে কাজ করারা জন্য তরুনদের কাছেই পৌছাতে হবে। দেশের অগ্রযাত্রায় তরুনদের অধিক পরিমানে সম্পৃক্ত করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের উপ প্রধান তথ্য অফিসার ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকার। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, সিনিয়র তথ্য অফিসার মো: মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো: আতিকুর রহমান মুফতি। খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি এ সভার আয়োজন করে । সভায় আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহাকারী তথ্য অফিসার ফাতেমাতুজ জোহরা, তথ্য অফিসের প্রধান সহকারী শারমিন সুলতানা সহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মচারীরা অংশ নেন।