
জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি;
জামালপুর মাদারগঞ্জ উপজেলায় তারতাপাড়া এলাকায় রবিবার দুপুর ১২টা পর্যন্ত ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছিলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যাসের অস্তিত্ব নিশ্চিত করেন।
আগামী ৭২ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ ও পরীক্ষার পর জানা যাবে কূপটিতে কত পরিমাণ গ্যাস মজুত রয়েছে।
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা বলেন,২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তর থেকে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে। তার উপরে আরও একটি স্তর রয়েছে, ওইখানেও গ্যাস রয়েছে।
অনুসন্ধান কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মোজাম্মেল হক বলেন,আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে জানা যাবে কি পরিমাণ গ্যাস রয়েছে। এছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে বলা যাবে।
এর আগে গত বছরের ২৪শে জানুয়ারি উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ প্রকল্প খননে ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।