
সাইদুর রহমান (রুবেল মোল্লা):ঢাকা (ধামরাই) প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে নিজ ঘর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিতা হারা মেয়ের ও স্বজনরা মোবাইল ফোনে কল করে কোন উত্তর না পেয়ে ঘরের দরজা ভেঙে দেখতে পায় মা ও দুই ছেলের লাশ। হঠাৎ একই পরিবারের রহস্যজনক ভাবে তিন জনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে ধামরাই গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের নিহতের নিজ ঘর থেকে মরদেহ গুলো উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪০) এবং তার দুই ছেলে শাহীন (১৬) ও সুলাইমান (৮)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,
সকাল থেকে নিহত নার্গিসের মেয়ে নাসরিন তার মাকে কল দিচ্ছিল। কিন্তু তার মা ফোন রিসিভ না করায় দুপুরে নিহত নার্গিসের মেয়ে বাসায় আসে এবং ভিতর থেকে দরজা বন্ধ দেখে নাসরিন (মেয়ে) লোকজন নিয়ে দরজা ভেঙে দেখতে পান ঘরের ভিতর বিছানার উপর তার মা এবং দুই ভাইয়ের লাশ বিছানার উপর পড়ে রয়েছে। তখন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে ঘরে বিছানার উপর থেকে মরদেহ গুলো উদ্ধার করে।তবে নিহতের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কিভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেন ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে বছর খানেক আগে পরিবারের কর্তা ব্যাবসায়ী রাজা মিয়া একই ভাবে ঘরের ভিতর মারা গিয়েছিল। বছর না ঘুরতেই একই ঘরে একই কক্ষের ভিতর রহস্য জনক ভাবে মৃত্যুর ঘটনা ঘটল। ওই ব্যাবসায়ী রাজা মিয়ার স্ত্রীর ও দুই ছেলের।