, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা। কলমাকান্দায় ১৭ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক। আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম।  অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ। আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬। কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা শামীম এর পরিবারের পাশে ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

১২ বাংলাদেশী নাগরিক অনুপবেশকারী বিজিবি কর্তৃক আটক।

  • প্রকাশের সময় : ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি;

ময়মনসিংহের ধোবাউড়া উপজলা সীমান্তবর্তী এলাকায় বিজিবি কর্তৃক ১২ জন বাংলাদেশী নাগরিক কে আটক করা হয়েছে।

০৩জুন মঙ্গলবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক পুশইনের মাধ্যমে বাংলাদেশী ১২জন নাগরিক কে বাংলাদেশে পাঠানোর সময় মুন্সিপাড়া ক্যাম্পের (৩১ বিজিবি ব্যাটেলিয়ন নেত্রকোনা) বিজিবির টহল দল কর্তৃক আটক করা হয়।

১। আটকৃত আব্দুল্লাহ (২১)

২। মোহাম্মদ রুবেল শেখ (১৭)

৩। হাসিনা বেগম( ৪৬)

ঠিকানা-কালিয়া মির্জাপুর,নড়াইল।

৪। যশোর আলী( ৫০)

৫। মরফু মোল্লা( ৭০)

৬। রহমত উল্লাহ (২৪)

৭। মারুফা বেগম (৫০)

৮। রহিম মোল্লা( ২১)

৯। আব্দুর রহমান( ১৯)

১০। এনায়েত মোল্লা (১৭)

১১। মোহাম্মদ আব্দুল্লাহ (৮)

১২। সুমাইয়া (১৩)

ঠিকানা- বিগুলিয়া, খুলনা।

আটকৃতরা বিগত ২০০৪ ইং সালে জীবিকার উদ্দেশ্যে ভারতের গুজরাটে চলে যান।

এ ব্যাপারে বিজিবি ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন. ‘গত রাতে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। থানায় হস্তান্তর করে পরিচয় সনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে ভারতের পুলিশ কতৃক আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত পার করে দেন।

আটককৃত ব্যক্তিরা বর্তমানে মুন্সিপাড়া ক্যাম্পের কোম্পানি কমন্ডারের হেফাজতে রয়েছে। তবে ধোবাউড়া থানা সীমান্তবর্তী এলাকাসহ সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে । গোয়েন্দা নজরদার অব্যাহত আছে।

জনপ্রিয়

কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা।

১২ বাংলাদেশী নাগরিক অনুপবেশকারী বিজিবি কর্তৃক আটক।

প্রকাশের সময় : ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি;

ময়মনসিংহের ধোবাউড়া উপজলা সীমান্তবর্তী এলাকায় বিজিবি কর্তৃক ১২ জন বাংলাদেশী নাগরিক কে আটক করা হয়েছে।

০৩জুন মঙ্গলবার রাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক পুশইনের মাধ্যমে বাংলাদেশী ১২জন নাগরিক কে বাংলাদেশে পাঠানোর সময় মুন্সিপাড়া ক্যাম্পের (৩১ বিজিবি ব্যাটেলিয়ন নেত্রকোনা) বিজিবির টহল দল কর্তৃক আটক করা হয়।

১। আটকৃত আব্দুল্লাহ (২১)

২। মোহাম্মদ রুবেল শেখ (১৭)

৩। হাসিনা বেগম( ৪৬)

ঠিকানা-কালিয়া মির্জাপুর,নড়াইল।

৪। যশোর আলী( ৫০)

৫। মরফু মোল্লা( ৭০)

৬। রহমত উল্লাহ (২৪)

৭। মারুফা বেগম (৫০)

৮। রহিম মোল্লা( ২১)

৯। আব্দুর রহমান( ১৯)

১০। এনায়েত মোল্লা (১৭)

১১। মোহাম্মদ আব্দুল্লাহ (৮)

১২। সুমাইয়া (১৩)

ঠিকানা- বিগুলিয়া, খুলনা।

আটকৃতরা বিগত ২০০৪ ইং সালে জীবিকার উদ্দেশ্যে ভারতের গুজরাটে চলে যান।

এ ব্যাপারে বিজিবি ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান বলেন. ‘গত রাতে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। থানায় হস্তান্তর করে পরিচয় সনাক্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে ভারতের পুলিশ কতৃক আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত পার করে দেন।

আটককৃত ব্যক্তিরা বর্তমানে মুন্সিপাড়া ক্যাম্পের কোম্পানি কমন্ডারের হেফাজতে রয়েছে। তবে ধোবাউড়া থানা সীমান্তবর্তী এলাকাসহ সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে । গোয়েন্দা নজরদার অব্যাহত আছে।