, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ। কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা। কলমাকান্দায় ১৭ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক। আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম।  অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ। আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬।

জুলাই যোদ্ধাদের জন্য অনুদান চেয়ে চিঠি ফেসবুকে ভাইরাল, যা জানা গেল।

  • প্রকাশের সময় : ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৯৯ পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

জুলাই যোদ্ধাদের জন্য ঈদ উপলক্ষ্যে আর্থিক অনুদান চেয়ে দিনাজপুরের বিভিন্ন উপজেলার ইউএনওর কাছে আবেদনের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই চিঠিতে দেখা যায়, ‘ওয়ারিয়রস অব জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষে অনুদান চাওয়া হয়।

তবে সংশ্লিষ্ট ইউএনওর কার্যালয় থেকে জানানো হয়েছে যে এমন কোন চিঠি তারা হাতে পাননি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতাদের দাবি, সংগঠনের পক্ষ থেকে এমন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এ ঘটনায় তারা দিনাজপুরের কমিটির নেতাদের কাছে ব্যাখ্যা তলব করেছেন ।

চিঠির কপিতে দেখা যায়, ‘ওয়ারিয়রস অব জুলাই’ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব মোস্তফা শাকিলের যৌথ স্বাক্ষরে খানসামা, বীরগঞ্জ, চিরিরবন্দর, ঘোড়াঘাট ও পার্বতীপুর উপজেলার ইউএনওদের উদ্দেশ্যে লেখা হয়েছে: “জুলাই যোদ্ধাগণ আপনার নিকট আবেদন করিতেছি যে, আমাদের ঈদ ভালোভাবে যেন করিতে পারি তাহার জন্য আপনার নিকট আর্থিক অনুদান চাহিয়া আবেদন করিতেছি… জুলাই যোদ্ধাগণকে আর্থিক অনুদান প্রদান করিয়া বাধিত করিবেন।”

চিঠিতে ঢাকার বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারকে সংগঠনের কেন্দ্রীয় অফিস হিসেবে উল্লেখ করা হয়। তবে এই উদ্যোগ যে কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়, তা নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক।

ফেসবুকে চিঠিটি ভাইরাল হওয়ার পর মোবাইলে যোগাযোগ করলে ফরহাদ হোসেন নিজেকে দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক পরিচয় দেন। তিনি জানান, “২০২৪ সালে যারা আহত হয়েছেন, তাদের ঈদ সহায়তা দেওয়ার জন্য ইউএনওদের কাছে আবেদন করেছি। কেন্দ্র থেকে নির্দেশনা আসেনি, আমরা জেলা পর্যায়ে নিজেরা উদ্যোগ নিয়েছি।

এ নিয়ে ‘ওয়ারিয়রস অব জুলাই’ কেন্দ্রীয় কমিটি ফেসবুক পেজে এক কারণ দর্শানোর নোটিশ প্রকাশ করে। সেখানে আহ্বায়ক আবু বকর সিদ্দীক লেখেন, “জেলাগুলোতে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। দিনাজপুরে ইউএনও বরাবর চিঠি পাঠানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট প্রতিনিধিদের ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো চিঠি হাতে পাননি। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “আমরা ফেসবুকে বিষয়টি দেখেছি। যদি অফিসিয়ালি চিঠি আসে, যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়ভাবে প্রতিবাদও শুরু হয়েছে। খানসামা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজিজার রহমান বলেন, “ওয়ারিয়রস অব জুলাইয়ের নামে কিছু ব্যক্তি ডিজিটাল চাঁদাবাজিতে নেমেছে। এরা আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাব্বির বলেন, “আহতদের জন্য সরকারিভাবে সহায়তা দেওয়া হয়। কোনো সংগঠনের প্যাডে সরকারের কাছে অনুদান চাওয়া অনৈতিক। যারা এটি করেছে, তাদের আমরা সমর্থন করি না।

এ চিঠি সত্যি হয়ে থাকলে এটি সংগঠনভিত্তিক দায়সারা সহযোগিতা নাকি প্রতারণার চেষ্টা, সে বিষয়ে এখন চলছে অনুসন্ধান। কেন্দ্রীয় কমিটির তদন্তের ফলাফল ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সবাই।

জনপ্রিয়

কেন্দুয়ায় LGCRRP প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের কাজের অভিযোগ।

জুলাই যোদ্ধাদের জন্য অনুদান চেয়ে চিঠি ফেসবুকে ভাইরাল, যা জানা গেল।

প্রকাশের সময় : ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

ফাহিম হোসেন রিজু ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

জুলাই যোদ্ধাদের জন্য ঈদ উপলক্ষ্যে আর্থিক অনুদান চেয়ে দিনাজপুরের বিভিন্ন উপজেলার ইউএনওর কাছে আবেদনের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই চিঠিতে দেখা যায়, ‘ওয়ারিয়রস অব জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষে অনুদান চাওয়া হয়।

তবে সংশ্লিষ্ট ইউএনওর কার্যালয় থেকে জানানো হয়েছে যে এমন কোন চিঠি তারা হাতে পাননি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতাদের দাবি, সংগঠনের পক্ষ থেকে এমন কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এ ঘটনায় তারা দিনাজপুরের কমিটির নেতাদের কাছে ব্যাখ্যা তলব করেছেন ।

চিঠির কপিতে দেখা যায়, ‘ওয়ারিয়রস অব জুলাই’ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ফরহাদ হোসেন ও সদস্য সচিব মোস্তফা শাকিলের যৌথ স্বাক্ষরে খানসামা, বীরগঞ্জ, চিরিরবন্দর, ঘোড়াঘাট ও পার্বতীপুর উপজেলার ইউএনওদের উদ্দেশ্যে লেখা হয়েছে: “জুলাই যোদ্ধাগণ আপনার নিকট আবেদন করিতেছি যে, আমাদের ঈদ ভালোভাবে যেন করিতে পারি তাহার জন্য আপনার নিকট আর্থিক অনুদান চাহিয়া আবেদন করিতেছি… জুলাই যোদ্ধাগণকে আর্থিক অনুদান প্রদান করিয়া বাধিত করিবেন।”

চিঠিতে ঢাকার বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারকে সংগঠনের কেন্দ্রীয় অফিস হিসেবে উল্লেখ করা হয়। তবে এই উদ্যোগ যে কেন্দ্রীয় সিদ্ধান্ত নয়, তা নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক।

ফেসবুকে চিঠিটি ভাইরাল হওয়ার পর মোবাইলে যোগাযোগ করলে ফরহাদ হোসেন নিজেকে দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক পরিচয় দেন। তিনি জানান, “২০২৪ সালে যারা আহত হয়েছেন, তাদের ঈদ সহায়তা দেওয়ার জন্য ইউএনওদের কাছে আবেদন করেছি। কেন্দ্র থেকে নির্দেশনা আসেনি, আমরা জেলা পর্যায়ে নিজেরা উদ্যোগ নিয়েছি।

এ নিয়ে ‘ওয়ারিয়রস অব জুলাই’ কেন্দ্রীয় কমিটি ফেসবুক পেজে এক কারণ দর্শানোর নোটিশ প্রকাশ করে। সেখানে আহ্বায়ক আবু বকর সিদ্দীক লেখেন, “জেলাগুলোতে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। দিনাজপুরে ইউএনও বরাবর চিঠি পাঠানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট প্রতিনিধিদের ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওরা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো চিঠি হাতে পাননি। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “আমরা ফেসবুকে বিষয়টি দেখেছি। যদি অফিসিয়ালি চিঠি আসে, যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়ভাবে প্রতিবাদও শুরু হয়েছে। খানসামা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজিজার রহমান বলেন, “ওয়ারিয়রস অব জুলাইয়ের নামে কিছু ব্যক্তি ডিজিটাল চাঁদাবাজিতে নেমেছে। এরা আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাব্বির বলেন, “আহতদের জন্য সরকারিভাবে সহায়তা দেওয়া হয়। কোনো সংগঠনের প্যাডে সরকারের কাছে অনুদান চাওয়া অনৈতিক। যারা এটি করেছে, তাদের আমরা সমর্থন করি না।

এ চিঠি সত্যি হয়ে থাকলে এটি সংগঠনভিত্তিক দায়সারা সহযোগিতা নাকি প্রতারণার চেষ্টা, সে বিষয়ে এখন চলছে অনুসন্ধান। কেন্দ্রীয় কমিটির তদন্তের ফলাফল ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সবাই।