
মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির আওতাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে খালিশপুর দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সকালে রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ বিতরন কার্যক্রম সম্পন্ন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, গুড়া দুধসহ নিত্য প্রয়োজনীয় সাত ধরনের খাদ্য সামগ্রী। ৪০০ পরিবারের মাঝে জেলা প্রশাসনের( সার্বিক) বিতান কুমার মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন, রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আসাদ হালিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন কুমার দত্ত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: হাবিবুর রহমান, ব্যবস্থাপক মো: জয়নুল আবেদীন প্রমুখ।