, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু।

  • প্রকাশের সময় : ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১২০ পড়া হয়েছে

শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পানিতে ডুবে অভি (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে গন্ডা ইউনিয়নের নিজ বাড়ির পাশের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবার অজান্তে খেলতে খেলতে অভি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। এক পর্যায়ে ডোবায় তার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অভি গন্ডা ইউনিয়নের শুভল চন্দ্রের ছেলে।

ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি তাদের জানা রয়েছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখনো শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান বলেন, “বর্ষাকালে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি, বিশেষ করে পানির আশপাশে। পুকুর, ডোবা কিংবা জমে থাকা পানির পাশে শিশুদের একা যাওয়া একেবারেই অনুচিত। শিশুদের সবসময় নজরের মধ্যে রাখা এবং আশপাশের পরিবেশ নিরাপদ রাখা প্রতিটি অভিভাবকের কর্তব্য।

তিনি আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয়

কেন্দুয়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু।

প্রকাশের সময় : ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পানিতে ডুবে অভি (১৮ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে গন্ডা ইউনিয়নের নিজ বাড়ির পাশের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সবার অজান্তে খেলতে খেলতে অভি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। এক পর্যায়ে ডোবায় তার নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অভি গন্ডা ইউনিয়নের শুভল চন্দ্রের ছেলে।

ঘটনার বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি তাদের জানা রয়েছে এবং খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখনো শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান বলেন, “বর্ষাকালে শিশুদের প্রতি বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি, বিশেষ করে পানির আশপাশে। পুকুর, ডোবা কিংবা জমে থাকা পানির পাশে শিশুদের একা যাওয়া একেবারেই অনুচিত। শিশুদের সবসময় নজরের মধ্যে রাখা এবং আশপাশের পরিবেশ নিরাপদ রাখা প্রতিটি অভিভাবকের কর্তব্য।

তিনি আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে।

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।