, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
একবারই দেখেছি তোমাকে ~ চায়না খাতুন। অপার্থিব দূরত্ব ~ মেহেরুন নেছা । আমার কেন্দুয়া ~ মোহাম্মদ সালাহ উদ্দিন । নকলের জাতি কি আলোকিত মানুষ গড়তে পারে? নতুন রূপ, নতুন অঙ্গীকার: সাম্যবাদী নিউজ ডেস্ক। জামালপুরে বাড়ছে শীতজনিত রোগীর চাপ ** জাকিরুল ইসলাম বাবু ** জামালপুর প্রতিনিধি ** জামালপুরে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে পুরো জেলায় শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা সমস্যায় কাহিল হয়ে পড়েছে। শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে সরিষাবাড়িতে শতবর্ষী বৃদ্ধা মরিয়ম বেওয়ার মৃত্যু হয়েছে। অপরদিকে চিকিৎসকরা বলছেন, “শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগীর সংখ্যাই বেশি। শীতের তীব্রতা আরো বাড়লে রোগীর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।” এ ছাড়া হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, ঠান্ডা-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালের শয্যা সংকটের কারণে এক বিছানায় তিনজন শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শীতের প্রকোপে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসকরা বলছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে শীতের প্রভাব পড়েছে কৃষিতেও। বোরো ধানের বীজতলা ও শীতকালীন সবজি ক্ষেত রক্ষায় কৃষকরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। তবে কুয়াশার কারণে রোদ না পাওয়ায় কিছু সবজি ক্ষেতে রোগের আশঙ্কা দেখা দিয়েছে। শীত মোকাবিলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, শীত আরও বাড়লে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ আরও তীব্র হবে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। জামালপুর সদর উপজেলার ইউএনও নাজনীন আখতার জানান, কম্বল বিতরণ করা হয়েছে এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে মোট ৬২৪ জন রোগী ভর্তি রয়েছে। ঠান্ডা-জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি থাকা শিশুর সংখ্যা ১২৭ জন। ২৪ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ৮৩ জন এবং ৩২ শয্যার শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪৪ জন শিশু রয়েছে। ফলে দেখা যাচ্ছে, শিশু ওয়ার্ডের নির্ধারিত শয্যার প্রায় তিনগুণ রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে প্রতি বিছানায় দুই থেকে তিনজন শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশেই তাদের অভিভাবকরা দাঁড়িয়ে বা বসে অবস্থান করছেন। মেডিসিন ওয়ার্ডগুলোতেও জায়গার অভাবে অনেক রোগী বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। শিশু খাদিজার মা হ্যাপি বেগম বলেন, “ছয় দিন আগে আমার মেয়ের ঠান্ডা-জ্বর শুরু হয়। এলাকায় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পরও ভালো না হয়ে বমি শুরু হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করাই। এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে। শীত পড়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে।” জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, “সর্দি-কাশিতে আমার পাঁচ মাস বয়সী নাতনি খুব অসুস্থ হয়ে পড়েছে। প্রথমে ইসলামপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, পরে জামালপুর হাসপাতালে ভর্তি করি। গত দুই দিন ধরে হাসপাতালে আছি। এক বিছানায় দুই-তিনজন করে বাচ্চা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাচ্চার সঙ্গে থাকার মতো জায়গা না থাকায় খুব কষ্টে আছি।” জামালপুর জেলা শহরের লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা রাজিয়া বেগম বলেন, হাসপাতালে আনার পর কোনো সিট পাইনি। নিচে বিছানা পেতে ছেলের চিকিৎসা নিচ্ছি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাথা ফুলে গিয়েছিল। গত কয়েকদিন ধরে শীত বেড়েছে, তখন থেকেই রোগ শুরু হয়েছে। হাসপাতালের নার্স সাদিয়া আক্তার বলেন, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ওয়ার্ডে বেশিরভাগই ঠান্ডা-জ্বরে আক্রান্ত শিশু। এত রোগী একসঙ্গে সামলাতে গিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, প্রতিবছর শীতকালে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এ বছরও শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের জন্য বর্তমানে দুইজন মেডিকেল অফিসার ও একজন জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক রয়েছেন। আমরা চিকিৎসক ও জায়গা, দুই সংকটেই ভুগছি। ফলে সেবা দিতে চাপের মুখে পড়তে হচ্ছে। এদিকে জামালপুরে সপ্তাহকাল ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। মঙ্গলবার রাতে জেলায় রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, গত কয়েক দিন ধরে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় প্রচণ্ড শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও আরও অনেক জায়গায় শীতার্তদের মাঝে কম্বলের চাহিদা রয়েছে। জামালপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি বলেন, জেলায় সাড়ে সাত হাজার কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। এসব কম্বল উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। সেখান থেকে শীতার্ত মানুষের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জয়পুরহাটে বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড বিষয়ক কর্মশালা ** সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধি ** জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ( জয়পুরহাট – পাঁচবিবি) এক আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে স্বনির্ভর জাতি হিসেবে গঠন করতে প্রত্যেক পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি, স্বাস্থ্য ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্ড প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের নতুনহাট কমিউনিটি সেন্টারে বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, বিতরণ করা ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার ও বীজসহ অন্যান্য সরঞ্জাম কিনতে পারবেন। স্বাস্থ্যকার্ডের মাধ্যমে স্থানীয় হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে। আর বড় ধরনের অসুখ হলে বড় চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা প্রধান করা হবে। আর শিক্ষা কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদান করা হবে। এসময় অনুষ্ঠানে জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় লামায় কোরআন খতম ও দোয়া মাহফিল ** মোঃশফিকুল ইসলাম তুহিন ** বান্দরবান জেলা প্রতিনিধি বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বান্দরবানের লামা উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) লামা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোটে উদ্ধৃতকরণ প্রচারণা সভা ** সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধি ** জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ আচরনবিধি প্রতিপালন ও গণভোটে বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় পাঁচবিবি তিনমাথায় (গোহাটি) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রচারণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ । সভায় বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের উপর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয় । এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজ মোঃ রায়হান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বনিক সমিতির নেতৃবৃন্দ, বিভিদন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী, এনজিও প্রতিনিধি এবং সাধারণ মানুষ । সমগ্র অনুষ্টানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এবং পৌর প্রশাসক সেলিম আহমেমের নির্দেশনায় প্রচারিত হয় । গণভোট বিষয়ে সাধারণ জনগণের মতামত গ্রহণ ও তা প্রধান উপদেষ্টা দর নিকট প্রেরণের জন বক্স স্থাপন করা হয়। গণভোট প্রচারণা কার্যক্রম ও সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ** মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ** ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট প্রচারণা কার্যক্রম এবং সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার, ০৭ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো: আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান। এছাড়াও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার সংশ্লিষ্ট সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অন্যান্য সংসদ নির্বাচনের সংসদ সদস্য (এমপি) কে ভোট প্রদানের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের হ্যাঁ অথবা না ভোটের বিধান রাখা হয়েছে। তৃণমূল পর্যায়ে গণভোটের প্রচারণা, সাধারণ জনগণকে অবহিতকরণ এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল দপ্তর একযোগে কাজ করছে। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনসংযোগ, উঠান বৈঠক, মহিলা সমাবেশ, কমিউনিটি সভা, মতবিনিময় সভা ও সেমিনার এবং অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করতে নির্দেশনা প্রদান করা হয়। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গণভোটের প্রচারণা এবং তৃণমূল পর্যায়ে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় আলোচকরা সকলের সার্বিক সহযোগিতায় একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক | দৈনিক সাম্যবাদী নিউজ ডেস্ক দৈনিক সাম্যবাদী নিউজ ডেস্ক নতুন রূপে, নতুন অঙ্গীকার নিয়ে আবারও সংবাদপথে সক্রিয় হয়েছে। আরও পড়ুন...
জামালপুরে বাড়ছে শীতজনিত রোগীর চাপ ** জাকিরুল ইসলাম বাবু ** জামালপুর প্রতিনিধি ** জামালপুরে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে পুরো জেলায় শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা সমস্যায় কাহিল হয়ে পড়েছে। শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে সরিষাবাড়িতে শতবর্ষী বৃদ্ধা মরিয়ম বেওয়ার মৃত্যু হয়েছে। অপরদিকে চিকিৎসকরা বলছেন, “শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগীর সংখ্যাই বেশি। শীতের তীব্রতা আরো বাড়লে রোগীর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।” এ ছাড়া হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, ঠান্ডা-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালের শয্যা সংকটের কারণে এক বিছানায় তিনজন শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শীতের প্রকোপে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসকরা বলছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে শীতের প্রভাব পড়েছে কৃষিতেও। বোরো ধানের বীজতলা ও শীতকালীন সবজি ক্ষেত রক্ষায় কৃষকরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। তবে কুয়াশার কারণে রোদ না পাওয়ায় কিছু সবজি ক্ষেতে রোগের আশঙ্কা দেখা দিয়েছে। শীত মোকাবিলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, শীত আরও বাড়লে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ আরও তীব্র হবে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। জামালপুর সদর উপজেলার ইউএনও নাজনীন আখতার জানান, কম্বল বিতরণ করা হয়েছে এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে মোট ৬২৪ জন রোগী ভর্তি রয়েছে। ঠান্ডা-জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি থাকা শিশুর সংখ্যা ১২৭ জন। ২৪ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ৮৩ জন এবং ৩২ শয্যার শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪৪ জন শিশু রয়েছে। ফলে দেখা যাচ্ছে, শিশু ওয়ার্ডের নির্ধারিত শয্যার প্রায় তিনগুণ রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে প্রতি বিছানায় দুই থেকে তিনজন শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশেই তাদের অভিভাবকরা দাঁড়িয়ে বা বসে অবস্থান করছেন। মেডিসিন ওয়ার্ডগুলোতেও জায়গার অভাবে অনেক রোগী বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। শিশু খাদিজার মা হ্যাপি বেগম বলেন, “ছয় দিন আগে আমার মেয়ের ঠান্ডা-জ্বর শুরু হয়। এলাকায় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পরও ভালো না হয়ে বমি শুরু হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করাই। এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে। শীত পড়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে।” জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, “সর্দি-কাশিতে আমার পাঁচ মাস বয়সী নাতনি খুব অসুস্থ হয়ে পড়েছে। প্রথমে ইসলামপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, পরে জামালপুর হাসপাতালে ভর্তি করি। গত দুই দিন ধরে হাসপাতালে আছি। এক বিছানায় দুই-তিনজন করে বাচ্চা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাচ্চার সঙ্গে থাকার মতো জায়গা না থাকায় খুব কষ্টে আছি।” জামালপুর জেলা শহরের লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা রাজিয়া বেগম বলেন, হাসপাতালে আনার পর কোনো সিট পাইনি। নিচে বিছানা পেতে ছেলের চিকিৎসা নিচ্ছি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাথা ফুলে গিয়েছিল। গত কয়েকদিন ধরে শীত বেড়েছে, তখন থেকেই রোগ শুরু হয়েছে। হাসপাতালের নার্স সাদিয়া আক্তার বলেন, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ওয়ার্ডে বেশিরভাগই ঠান্ডা-জ্বরে আক্রান্ত শিশু। এত রোগী একসঙ্গে সামলাতে গিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, প্রতিবছর শীতকালে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এ বছরও শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের জন্য বর্তমানে দুইজন মেডিকেল অফিসার ও একজন জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক রয়েছেন। আমরা চিকিৎসক ও জায়গা, দুই সংকটেই ভুগছি। ফলে সেবা দিতে চাপের মুখে পড়তে হচ্ছে। এদিকে জামালপুরে সপ্তাহকাল ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। মঙ্গলবার রাতে জেলায় রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, গত কয়েক দিন ধরে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় প্রচণ্ড শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও আরও অনেক জায়গায় শীতার্তদের মাঝে কম্বলের চাহিদা রয়েছে। জামালপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি বলেন, জেলায় সাড়ে সাত হাজার কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। এসব কম্বল উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। সেখান থেকে শীতার্ত মানুষের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
জয়পুরহাটে বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড বিষয়ক কর্মশালা ** সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধি ** জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ( জয়পুরহাট – পাঁচবিবি) এক আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে স্বনির্ভর জাতি হিসেবে গঠন করতে প্রত্যেক পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি, স্বাস্থ্য ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্ড প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের নতুনহাট কমিউনিটি সেন্টারে বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, বিতরণ করা ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার ও বীজসহ অন্যান্য সরঞ্জাম কিনতে পারবেন। স্বাস্থ্যকার্ডের মাধ্যমে স্থানীয় হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে। আর বড় ধরনের অসুখ হলে বড় চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা প্রধান করা হবে। আর শিক্ষা কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদান করা হবে। এসময় অনুষ্ঠানে জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় লামায় কোরআন খতম ও দোয়া মাহফিল ** মোঃশফিকুল ইসলাম তুহিন ** বান্দরবান জেলা প্রতিনিধি বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বান্দরবানের লামা উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) লামা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আলীকদম ও থানচিতে শীতার্ত পরিবারে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ # মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি # বান্দরবানের আলীকদম ও থানচি উপজেলার স্থানীয় অসহায়, দুস্থ ও শীতার্ত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার (৬ জানুয়ারি) আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বসবাসরত স্থানীয় অসহায়, দুস্থ পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও বাঙালি পরিবারসহ ১৭৫টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। একই সাথে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সব বিওপি কর্তৃক দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরো ২২০টি প্রান্তিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আলিকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমন করছে। পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যানমূলক কাজের অংশ হিসেবে বিনামূলো চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী বাঙ্গালী সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের শ্রদ্ধা নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।  সোমবার দুপুর দুইটায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।  বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া করেন, দোয়া প‌রিচালনা ক‌রেন বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের আজীবন সদস্য মোঃ ইমরান সোসেন।  বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো: জহিরুল ইসলাম কলিম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্নার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। শেখ হাসিনা খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে স্লো পয়জনিং করেছে। আল্লাহর রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে ছিল কিন্তু শেখ হাসিনা তার রান্না করা ভাত খেতে পারেনি এক কাপড়ে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে আল্লাহ তায়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না“।    তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সাথে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি দেশনেত্রীর মত সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।” তিনি আরো বলেন, এই শোককে শক্তিতে পরিণত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী বার ফেব্রুয়ারির  নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে।  এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন, ফাউন্ডেশনের উপদেষ্টা নাদিম চৌধুরী, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন,  ফাউন্ডেশনের আজীবন সদস্য কালাম ফয়েজি, রাজু আহম্মেদ শাহ, মুহিদুল ইসলাম জাকির, রমিজ উদ্দিন রুমি, এস কে সঞ্জয়, আশরাফুল আলম বাচ্চুসহ ফাউন্ডেশনের অসংখ্য নেতৃবৃন্দ।
সাহিত্যটাও আল্লাহর রাজি খুশির বিষয়বস্তু লেখকের মানসিক আদালতে সৈয়দা রাশিদা বারী ডিসেম্বরের শুরু থেকে, ঢাকাতেও শীত তো দেখতেছি বেশ কাঁপিয়ে তুলছে! গ্রাম গঞ্জে এক মাস আগে থেকেই শীত পড়ছে। দিন কাল বয়স এবং ছড়ঋতুর বার্তাবহ মিলিয়ে মনসহ শরীরচর্চার বহু ধরণ উপকরণ ব্যক্তির ইচ্ছা মাফিক করা জরুরী। মোটকথা যাকে বলে শুদ্ধ ভাষায় ব্যায়াম করা। ব্যায়ামের বহুৎ ধরণ তবে ব্যক্তির পছন্দমত হতে হবে। মনের উপর চাপ সৃষ্টি জুলুম অত্যাচারে ভালো কিছু উদ্ধার হয় না। সবকিছুর মধ্যে মন সবচেয়ে বড় বিষয় তাই মনের চর্চা লাগে। মন হৃদয় লাঞ্চ ভালো রাখতে সাধারণত আল্লাহর জিকির সর্ব উৎকৃষ্ট। শরীরচর্চায় যোগব্যায়াম এবং ঘরেই জগিং করা সর্বোত্তম পদ্ধতি যদিও। কিন্তু ব্যক্তির পছন্দটা বড় বিষয়। লোক দেখানো নামাজ পড়া আর বাইরের জগিং সাবমিট করা। রাস্তায় দৌড় ঝাপ ঝুলুম স্লিপিং ইত্যাদি করা একই অর্থ। যেহেতু এটা ঘরেই খুব ইজিলি স্বল্প সীমিত জায়গায়ও করা যায়। শরীর চর্চার যে ধাপ, যে অর্থ যে বিশ্লেষণ, আয়োজন, বিয়োজন, প্রয়োজন, রাস্তায় অথবা পার্কে যে জন্য করতে যাওয়া হয়, ঘরেও এমন কি শুয়ে বসে দাঁড়িয়েও সেই একই কাজ একই গুণ একই উপকার উপকরণ ১০০ ভাগ মিলানো সম্ভব। তারপর সময়ের স্পেসের কথা? একটা মানুষের নির্ধারিত কাজ তো করতেই হয়। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ডাকাও এর মধ্যে পড়ে। তার মানে ইবাদত বন্দেগী করা, এটা সব ধর্মের জন্য হতে পারে। তাই এটাতেও সময় দিতে হয় সব ধরনের মানুষের। সেহেতু সৃষ্টিকর্তার প্রতি উপাসনা প্রত্যেক মানুষের মূল শিকড়, সর্ব প্রধান এবং প্রথম দায়িত্বের কাজ। ব্যায়ামের মধ্যে যদি সেই সাবজেক্টও সংশ্লিষ্ট থাকে তাহলে তো আর সময় নষ্ট করার প্রশ্ন, সময় অপচয়ের কষ্টটা থাকে না। তাই জন্য আমরা কিন্তু সব কাজের মধ্যেই আল্লাহর স্রষ্টার ঈশ্বরের ভগবানের ডাকার রাখার ইবাদতের সংশ্লিষ্টতা রাখতে পারি। রান্না বান্না তরকারি কাটা ঘর সংসারের ইত্যাদি কাজের মধ্যেও রাখতে পারি। একমাত্র লেখকরা লিখতে গেলে এটা হয় না। কেননা মন অন্তর তথ্য কালেকশন ইত্যাদি মিলিয়ে লেখার মধ্যেই কোমরে পয়সা গুঁজে রাখার মত গুজে রাখা লাগে সাহিত্যের সার্বিক মিটার পত্র বিষয়বস্তু। তাছাড়া সব কিছু আল্লাহর ডাকতে ডাকতে করা সম্ভব। যেহেতু লিখতে লিখতে সেটা করা যায় না তাই লেখকরা কি করতে হয়? কলম হাতে নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ভিক্ষা চেয়ে নিতে হয় ঐ সময়টা। এবং সাহিত্যটাও আল্লাহর রাজি খুশির বিষয়বস্তু বলে, মানসিক আদালতে ধরে নিতে হয়! মূলত সাহিত্য চর্চা মানেও কিন্তু মানসিক মানবিক আদালতে উপস্থিত থাকা! ।এটা অবশ্য কেউ জানে না শুধু আধ্যাত্মিক প্রকৃতির লেখকই জানেন! তিনারা লেখালেখিতে সময় যতই শতভাগ দিন কিন্তু ফাঁকে ফাঁকে তো অবশ্যই কলম বন্ধ করে আল্লাহর ধ্যানে, গুণ জ্ঞানে লিপ্ত না থাকলে তো তাদের লেখাও হয় না। তাই ওটা করতে হয়। ওটা করা অজান্তে এবং নিজের শরীর ও মনের প্রয়োজনেই আর মেধা সার্ভিস এর প্রয়োজনে তাদের ওটা করা অটোমেটিক হয়ে যায়। ওটা না করলে লেখাও হয় না বললাম তো। লেখার মানসিক স্প্রিং হারিয়ে যায়। সব অকেজো নিতম্ব নিথম অচল বিচল হয়ে যায়। যার ফলে একান্তে আল্লাহর কাছে প্রার্থনা, ওইটা দৈনন্দিন শারীরিক চাহিদা, যেমন খাওয়া ঘুমানো টয়লেটে যাওয়া ইত্যাদির মত তাৎক্ষণিক হয়ে যায়! শুধু শারীরিক চাহিদায় না, মানসিক প্রয়োজনেও। দৈনন্দিন চাহিদা না মিটিয়ে অবশিষ্ট রাখলে জীবনের সব থেমে যায়। যাপিত জীবনের শারীরিক মানসিক কাজ গুলো কেউ কারো শাসন বারণ জুলুম করে করাতে হয় না। ওটা ব্যক্তির আপন গরজে তার নিজস্ব ক্ষুধা, মন্দা চাহিদা, জল খাওয়া তৃষ্ণার মত, বেঁচে থাকার শর্তে, ভালো থাকার প্রয়োজনে, সবকিছুর উন্নয়ন উন্নতির স্বার্থে করা হয়ে যায়। যদি ব্যক্তি পাগল ভারসাম্য হারা হয় তবে তার কথা আলাদা। তবু তারও ওটা হয় তার নিজের অজান্তে। কেননা তার যেহেতু অনুভূতি থাকে না। সুস্থ ধারার মানুষের দৈনন্দিন চাহিদাগুলো মিটাবার জন্য মোটেই চাপ সৃষ্টির প্রয়োজন পড়ে না। কেউ যদি এই বিষয়ে চাপ প্রয়োগ করে তবে সেই ব্যক্তি ভারসামহীন পাগল এবং জুলুম বাজির কাতারে পড়ে!!! অনেক আধ্যাত্মিক দরবেশ ফকির অলি সুফি সাধক পন্ডিত বিশেষজ্ঞ জ্ঞানী গুণীর মত আমারও তো সেটাই মনে হয়। তবে আমার আজকের সাবজেক্ট শরীর মন সুস্থ রাখার পদ্ধতি ঘরে থেকেই করা জগিং হতে পারত। বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এখনই লিখতে মন চাচ্ছে। খুব বলতে দেখাতে ইচ্ছা হচ্ছে। তারপরও আজ পারছিনা। কারণ ওটার পরিকল্পিত অবস্থান আর ব্যবস্থাপত্র অন্য পর্যায়ে করতে হবে। লাগবে ভিডিও ম্যান লাগবে সহযোগী। আরো ইত্যাদি তাই এই বিষয়ে আমি বলবো লিখবো জানাবো আজ নয় অন্য দিন। ফেব্রুয়ারি মাস সামনে। নতুন করে বলার কিছু নেই, এবার কেমন হবে জানিনা। তবে এটা ভাষা শহীদদের স্মৃতির সম্মানার্থে বই প্রকাশের মাস। এই উপলক্ষে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলা একাডেমির চত্বর তথা সোহরাওয়ার্দী পার্ক ছাপিয়ে কবি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক প্রকাশক মানে লেখক পাঠক এবং সাহিত্য সংস্কৃতি ও বইপ্রেমিকদের মিলন মেলায় পরিণত হয়েছে পূর্বের আমার দেখা দিনগুলোতে। সাধারণ জনগণ ফেব্রুয়ারিকে বলে বইমেলার মাস। আমার হাতের আব্বাকে নিয়ে তার জন্ম শতবর্ষ স্মরণিকার কাজটাও যেমন গুরুত্বপূর্ণ তেমন জটিল পর্যায়ের। যেহেতু বিষয়টা নতুন আঙ্গিকে ভিন্ন পর্যায়ের। সেই কাজটাও ভিড় জমিয়েছে। আর আমার সম্পাদিত জাতীয় সচিত্র মাসিক ‘স্বপ্নের দেশ’ সে তো থাকেই। সব মিলিয়ে শরীর চর্চার ওই অপশন ধরা আপাতত বন্ধ রাখতে হচ্ছে। ধারাবাহিকতা অবলম্বনে যুক্ত হয়েছে আরেকটা জটিল পর্যায়ের কাজ। বিপুল বই নথিপত্র টেনে নিয়ে বেড়ানো কবি সাহিত্যিকদের জন্য সবচেয়ে কঠিন যে কাজটা বাসা চেঞ্জ! তবু সাহিত্যের ভারসাম্য রক্ষার্থে করতে হবে সেটাও! এবং সিডিউলের চিকিৎসা শরীরের ভারসাম্য রক্ষার্থে! এটা আরো জটিল!! চিকিৎসাটাও তো সময়ের এবং অর্থের দুর্ভিক্ষতায় অনেক পিছিয়ে সমস্যায় পরিণত হয়ে যাবার পথে!! পূর্বে বলেছি সব কিছুর সাথে বুকের মানিক ‘স্বপ্নের দেশ’ একদম রক্তের সাথে একাকার মিলেমিশে আছে। আমি বেঁচে থাকা পর্যন্ত এভাবে সাথেই চাই। শুধু পত্রিকাই নয় প্রত্যেকটাই নির্ধারিত সময় ব্যঞ্জন উপকরণের উপর নির্ভরশীল! আমি জানি না জানি না কিভাবে সম্ভব করবো?! সব কুলাবো। মানুষ তো মাত্র একলাই! সাহিত্য সংস্কৃতিকের ধারাবাহিকতা ধরে রাখা, এটা শুধু পুরুষের পক্ষেই সহজ। নারীর পক্ষে খুবই গুরুতর সমস্যার। কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের উপরের লেখায় সেটা ব্যক্ত করেছি নারীদের সমস্যার রূপ বিশ্লেষণে। এটা আসলে ব্যক্ত করার, বলারও উপায় নাই।‌ ভাষা নাই। নারী ঘটিত সত্যি কথা বললেও তাকে কেউ ভালো চোখে দেখেনা। ভালো মনে করে না। সাহিত্যিকদের যেহেতু প্রত্যেকটা কাজ এক একটা লিমিট টাইম মেনটেইনের বিষয়, নির্ধারিত একটা তারিখের মধ্যের বিষয়। ইত্যাদি। শরীর মন চর্চা বিষয়ে লিখতে বসলে, বাস্তবায়ন করলে, সিডিউলে আছে ওই সব উদ্ধার মিসটেক হবে। জীবনে একটা পেতে চাইলে তো একটা হারাতেই হয়। তাই আপাতত মাথার ভিতরে এই বিষয়টা ঘুর পাক খাইলেও, কাজ করলেও, দৌড় ঝাঁপ দিয়ে মাথার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইলেও, এ বিষয়ে লেখার কলমের ক্যাপ বন্ধ করছি, তাকে ধামা চাপা দিয়ে আটকিয়ে বন্দী রাখার মতো বন্দী করে। আমার জীবনের অধিকাংশ ইচ্ছা এবং যোগ্যতা পারদর্শিতা মেধার সঞ্চালন এইভাবে খাচায় বন্দি করে রাখা হয়েছে! নারী হয়েছি বলে, যেন জন্মই আমার আজন্ম পাপ হয়েছে! শিশুকালের ইচ্ছা খাঁচায় বন্দি করা হয়েছে! কিশোরী বয়সের ইচ্ছা খাঁচায় বন্দী হয়েছে! বয়জোষ্ঠ ইয়াং জীবনের ইচ্ছা খাঁচায় বন্দী রয়েছে! এখন তো বোধ হয় চলছে জীবনের পড়ন্ত বিকাল! দুপুর বেলাটা অর্থাৎ যৌবন কখন কাটলো! বিশ্বাস করুন আমি টেরও পাই নাই!বুঝতেও পারি নাই!! কখন কেটে গেল এবং কিভাবে?? আমি তো সেই আমি আজও যে আমি। পরিবর্তন কখন হলাম?! বিকাল ঘনিয়ে এলো কোন মহাপথ দিয়ে?! জীবনে শুধু মাত্র আজান দেওয়াটাই বুঝি। দিনের শুরু দিনের শেষ ২৪ ঘন্টার আগামাথা কিছুই জানি না, এমন হয় কখনো কখনো। যদি না ঘড়ির দিকে তাকায়!! ঘড়িই মাত্র ঠিক রাখে নামাজের ওয়াক্ত। আজানের শব্দ তো সকালের ফজরের একটা শব্দ ছাড়া, প্রায় সব আজানের এক। যদি মুয়াজ্জিন নামাজের ওয়াক্ত বলে, আযান দিতেন, তাহলে আমার জন্য ভালো হতো। সময়টা আমার উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনাই কখনো কখনো কারো থেকে জেনে নেই। যেহেতু সকাল এবং বিকাল তথা সন্ধ্যার ভাবমূর্তি একই প্রাই। কিন্তু কেউ বিশ্বাস করবে না তাই বলতেও চাই না। ঘড়ির দিকে না তাকালে জানতেও পারি না সময়ের ব্যবধান। ঘড়িতেও তো সকাল সাতটা এবং সন্ধ্যা ছয়টা সাতটা প্রকৃতির রূপ ব্যঞ্জনায় আমাকে এলোমেলো করে দেয়! এর ভিতরে আবার আমার রান্না করেও তো খেতেও হয়। সেটা আমার পেটের ঘড়ি বলে দেয়। খুধাই চুলার উপরে আমাকে টেনে নিয়ে যায়। এর নামই দৈনন্দিন চাহিদা, যাপিত জীবনের মূলধন, মূল্যবান মৌলিক কাজ। এই যে দারুন সুরে হৃদয় অন্তর মাতিয়ে আজান হচ্ছে! এখন আবার আমার মাগরিবের নামাজ আদায় এবং খাওয়ার জন্য রান্না করতে হবে। তাই রাখছি কলম বন্ধ করলাম। বিজয়ের মাস ডিসেম্বর ২০২৫ তোমাকে অভিনন্দন। তোমাকে সাদর সম্ভাষণ। তুমি আবার আমার জীবনে এসো, ভালোবাসায় ভালোলাগায়, মধুময় হয়ে, এই কামনাই বিদায়। ৯.১২.২০২৫ ইং, সন্ধ্যা সাড়ে ৫টা, মঙ্গলবার।
ময়মনসিংহ জেলা তথ্য অফিস, আয়োজনে তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলা তথ্য অফিস, আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে আজ ০২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। প্রধান অতিথি বলেন, ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো গ্রহণ এবং নেতিবাচক দিকগুলো বর্জন করতে হবে। যুগের চাহিদার সাথে খাপ খাইয়ে তরুণ সমাজকে নিজেদের এগিয়ে নিতে হবে। গতিশীল জীবনে থেমে না গিয়ে সুচিন্তিতভাবে জীবনের মূল্যবান উপাদানগুলো বেছে নিতে হবে। তারুণ্যের শক্তি নিয়ে সমাজ, রাষ্ট্র গঠনে অমিত সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। স্বকীয় দক্ষতা বা স্কিল বৃদ্ধি করে তরুণদের বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের তৈরি করে তুলতে হবে। সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। তরুণরা যদি দেশের নিম্ন, উচ্চ যে কোনো পর্যায়ের মানুষকে সম্মান করতে শেখে, তবে তারা মানুষ হিসেবে আরো বড় হয়ে উঠবে বলে মন্তব্য করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারী তরুন প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে যে, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণসমাজ। তরুণদের অংশগ্রহণ ছাড়া ২৪-এর আন্দোলন সফল হতে পারতো না। আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের উপ-পরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, এনটিভি ময়মনসিংহের ব্যুরোপ্রধান সাংবাদিক আইয়ুব আলী, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুরে বাড়ছে শীতজনিত রোগীর চাপ ** জাকিরুল ইসলাম বাবু ** জামালপুর প্রতিনিধি ** জামালপুরে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে পুরো জেলায় শীতের তীব্রতা বেড়ে গেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা সমস্যায় কাহিল হয়ে পড়েছে। শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে সরিষাবাড়িতে শতবর্ষী বৃদ্ধা মরিয়ম বেওয়ার মৃত্যু হয়েছে। অপরদিকে চিকিৎসকরা বলছেন, “শীত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগীর সংখ্যাই বেশি। শীতের তীব্রতা আরো বাড়লে রোগীর সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।” এ ছাড়া হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, ঠান্ডা-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালের শয্যা সংকটের কারণে এক বিছানায় তিনজন শিশুকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শীতের প্রকোপে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসকরা বলছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে শীতের প্রভাব পড়েছে কৃষিতেও। বোরো ধানের বীজতলা ও শীতকালীন সবজি ক্ষেত রক্ষায় কৃষকরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। তবে কুয়াশার কারণে রোদ না পাওয়ায় কিছু সবজি ক্ষেতে রোগের আশঙ্কা দেখা দিয়েছে। শীত মোকাবিলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, শীত আরও বাড়লে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ আরও তীব্র হবে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। জামালপুর সদর উপজেলার ইউএনও নাজনীন আখতার জানান, কম্বল বিতরণ করা হয়েছে এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে মোট ৬২৪ জন রোগী ভর্তি রয়েছে। ঠান্ডা-জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি থাকা শিশুর সংখ্যা ১২৭ জন। ২৪ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ৮৩ জন এবং ৩২ শয্যার শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪৪ জন শিশু রয়েছে। ফলে দেখা যাচ্ছে, শিশু ওয়ার্ডের নির্ধারিত শয্যার প্রায় তিনগুণ রোগী ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডে প্রতি বিছানায় দুই থেকে তিনজন শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশেই তাদের অভিভাবকরা দাঁড়িয়ে বা বসে অবস্থান করছেন। মেডিসিন ওয়ার্ডগুলোতেও জায়গার অভাবে অনেক রোগী বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। শিশু খাদিজার মা হ্যাপি বেগম বলেন, “ছয় দিন আগে আমার মেয়ের ঠান্ডা-জ্বর শুরু হয়। এলাকায় ফার্মেসি থেকে ওষুধ খাওয়ানোর পরও ভালো না হয়ে বমি শুরু হয়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করাই। এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে। শীত পড়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে।” জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, “সর্দি-কাশিতে আমার পাঁচ মাস বয়সী নাতনি খুব অসুস্থ হয়ে পড়েছে। প্রথমে ইসলামপুর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, পরে জামালপুর হাসপাতালে ভর্তি করি। গত দুই দিন ধরে হাসপাতালে আছি। এক বিছানায় দুই-তিনজন করে বাচ্চা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাচ্চার সঙ্গে থাকার মতো জায়গা না থাকায় খুব কষ্টে আছি।” জামালপুর জেলা শহরের লাঙ্গলজোড়া এলাকার বাসিন্দা রাজিয়া বেগম বলেন, হাসপাতালে আনার পর কোনো সিট পাইনি। নিচে বিছানা পেতে ছেলের চিকিৎসা নিচ্ছি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাথা ফুলে গিয়েছিল। গত কয়েকদিন ধরে শীত বেড়েছে, তখন থেকেই রোগ শুরু হয়েছে। হাসপাতালের নার্স সাদিয়া আক্তার বলেন, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ওয়ার্ডে বেশিরভাগই ঠান্ডা-জ্বরে আক্রান্ত শিশু। এত রোগী একসঙ্গে সামলাতে গিয়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, প্রতিবছর শীতকালে রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এ বছরও শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের জন্য বর্তমানে দুইজন মেডিকেল অফিসার ও একজন জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক রয়েছেন। আমরা চিকিৎসক ও জায়গা, দুই সংকটেই ভুগছি। ফলে সেবা দিতে চাপের মুখে পড়তে হচ্ছে। এদিকে জামালপুরে সপ্তাহকাল ধরে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। মঙ্গলবার রাতে জেলায় রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, গত কয়েক দিন ধরে বয়ে যাওয়া হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় প্রচণ্ড শীতে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও আরও অনেক জায়গায় শীতার্তদের মাঝে কম্বলের চাহিদা রয়েছে। জামালপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল্লাহেল কাফি বলেন, জেলায় সাড়ে সাত হাজার কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। এসব কম্বল উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। সেখান থেকে শীতার্ত মানুষের মাঝে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

জয়পুরহাটে বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড বিষয়ক কর্মশালা ** সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধি ** জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ( জয়পুরহাট – পাঁচবিবি) এক আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে স্বনির্ভর জাতি হিসেবে গঠন করতে প্রত্যেক পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি, স্বাস্থ্য ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্ড প্রদান করা হবে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের নতুনহাট কমিউনিটি সেন্টারে বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, বিতরণ করা ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার ও বীজসহ অন্যান্য সরঞ্জাম কিনতে পারবেন। স্বাস্থ্যকার্ডের মাধ্যমে স্থানীয় হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে। আর বড় ধরনের অসুখ হলে বড় চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা প্রধান করা হবে। আর শিক্ষা কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদান করা হবে। এসময় অনুষ্ঠানে জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় লামায় কোরআন খতম ও দোয়া মাহফিল ** মোঃশফিকুল ইসলাম তুহিন ** বান্দরবান জেলা প্রতিনিধি বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বান্দরবানের লামা উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) লামা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

পাঁচবিবিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও গণভোটে উদ্ধৃতকরণ প্রচারণা সভা ** সুকমল চন্দ্র বর্মন (পিমল) জেলা প্রতিনিধি ** জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ আচরনবিধি প্রতিপালন ও গণভোটে বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট প্রদানে উদ্বুদ্ধ করতে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় পাঁচবিবি তিনমাথায় (গোহাটি) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রচারণা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ । সভায় বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের উপর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয় । এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাফিজ মোঃ রায়হান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, বনিক সমিতির নেতৃবৃন্দ, বিভিদন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী, এনজিও প্রতিনিধি এবং সাধারণ মানুষ । সমগ্র অনুষ্টানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এবং পৌর প্রশাসক সেলিম আহমেমের নির্দেশনায় প্রচারিত হয় । গণভোট বিষয়ে সাধারণ জনগণের মতামত গ্রহণ ও তা প্রধান উপদেষ্টা দর নিকট প্রেরণের জন বক্স স্থাপন করা হয়।

গণভোট প্রচারণা কার্যক্রম ও সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ** মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ** ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট প্রচারণা কার্যক্রম এবং সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার, ০৭ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো: আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমান। এছাড়াও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলার সংশ্লিষ্ট সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অন্যান্য সংসদ নির্বাচনের সংসদ সদস্য (এমপি) কে ভোট প্রদানের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের হ্যাঁ অথবা না ভোটের বিধান রাখা হয়েছে। তৃণমূল পর্যায়ে গণভোটের প্রচারণা, সাধারণ জনগণকে অবহিতকরণ এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল দপ্তর একযোগে কাজ করছে। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জনসংযোগ, উঠান বৈঠক, মহিলা সমাবেশ, কমিউনিটি সভা, মতবিনিময় সভা ও সেমিনার এবং অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার করতে নির্দেশনা প্রদান করা হয়। সভায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, গণভোটের প্রচারণা এবং তৃণমূল পর্যায়ে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। সভায় আলোচকরা সকলের সার্বিক সহযোগিতায় একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

১০