, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছাত্রীকে যৌন হয়রানি, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি।  পুব আকাশে যায় ~ কবি তাছলিমা আক্তার মুক্তা। রাঙ্গামাটির লংগদুতে বন্যার্তদের মাঝে পিসিসিপি’র শুকনো খাবার বিতরণ। কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ। দুর্নীতি নির্মূল সম্ভব নয়, তবে কমানো যাবে— জয়পুরহাটে দুদক চেয়ারম্যান। সাংবাদিকতায় উৎকর্ষের জন্য একাডেমিক চর্চার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন জরুরি : খুবি উপাচার্য।  খুলনায় নিউজ নেটওয়ার্কের তিনদিনের প্রশিক্ষন সম্পন্ন। খুলনায় আদালতের সামনে থেকে চাপাতি সহ যুবক আটক।  আনোয়ারুল ইসলাম টুটন এঁর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা। ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
দৈনিক সাম্যবাদী নিউজ

অপঠিত কবিতা~মৌসুমী রহমান ডেইজী।

অপঠিত কবিতা~মৌসুমী রহমান ডেইজী

আমি এক কবিতা!

যাকে কেউ পড়ে না শেষ পর্যন্ত!

একটানে, এক নিঃশ্বাসে।

কারও কাছে আমি নিছক উপমা,

আবার কারও হৃদয়ে

অপঠিত ব্যাথার ছায়া।

আমার ছন্দ

কখনো গান হয়ে বাজে করুণ সুরে,

আবার কখনো,

শব্দহীন দীর্ঘশ্বাসের মতো থমকে যায়।

আমি লেখা হই অশ্রুজলে,

নিঃশব্দে, হৃদয়ের শূন্য ক্যানভাসে।

আমি এক কবিতা!

নিজেকেই খুঁজি প্রতিটি পঙ্‌ক্তির আড়ালে,

আয়নার সামনে দাঁড়িয়ে

কখনো দেখি নিজেকে,

আবার কখনো খুঁজে ফিরি

হারিয়ে যাওয়া এক মুখ,

এক নারী, যার চোখে ছিল

অব্যক্ত কোনো কবিতা।

আমি ভালোবাসা তবে অমীমাংসিত,

আমি প্রশ্ন যার উত্তর নেই কোনো খাতায়।

আমি হেঁটে চলি নিজের গড়া ছন্দে,

পথের ধারে রেখে যাই

কিছু অনুভূতির অপূর্ণ খসড়া।

আমি এক কবিতা!

যার শেষ নেই,

হয়তো কখনো হবেও না।

কারণ প্রতিদিনই

নিজেকে একটু একটু করে লিখি,

একটু করে আবার মুছেও দিই…

মানুষের ভেতরের অনিঃশেষ কোনো প্রণয়ের ভাষায়।

মৌসুমী রহমান ডেইজী  ০৬/০৮/২০২৫

 

রেজুয়ান হাসান, নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয়

ছাত্রীকে যৌন হয়রানি, খুবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি। 

দৈনিক সাম্যবাদী নিউজ

অপঠিত কবিতা~মৌসুমী রহমান ডেইজী।

প্রকাশের সময় : ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫

অপঠিত কবিতা~মৌসুমী রহমান ডেইজী

আমি এক কবিতা!

যাকে কেউ পড়ে না শেষ পর্যন্ত!

একটানে, এক নিঃশ্বাসে।

কারও কাছে আমি নিছক উপমা,

আবার কারও হৃদয়ে

অপঠিত ব্যাথার ছায়া।

আমার ছন্দ

কখনো গান হয়ে বাজে করুণ সুরে,

আবার কখনো,

শব্দহীন দীর্ঘশ্বাসের মতো থমকে যায়।

আমি লেখা হই অশ্রুজলে,

নিঃশব্দে, হৃদয়ের শূন্য ক্যানভাসে।

আমি এক কবিতা!

নিজেকেই খুঁজি প্রতিটি পঙ্‌ক্তির আড়ালে,

আয়নার সামনে দাঁড়িয়ে

কখনো দেখি নিজেকে,

আবার কখনো খুঁজে ফিরি

হারিয়ে যাওয়া এক মুখ,

এক নারী, যার চোখে ছিল

অব্যক্ত কোনো কবিতা।

আমি ভালোবাসা তবে অমীমাংসিত,

আমি প্রশ্ন যার উত্তর নেই কোনো খাতায়।

আমি হেঁটে চলি নিজের গড়া ছন্দে,

পথের ধারে রেখে যাই

কিছু অনুভূতির অপূর্ণ খসড়া।

আমি এক কবিতা!

যার শেষ নেই,

হয়তো কখনো হবেও না।

কারণ প্রতিদিনই

নিজেকে একটু একটু করে লিখি,

একটু করে আবার মুছেও দিই…

মানুষের ভেতরের অনিঃশেষ কোনো প্রণয়ের ভাষায়।

মৌসুমী রহমান ডেইজী  ০৬/০৮/২০২৫

 

রেজুয়ান হাসান, নিজস্ব প্রতিবেদক