, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা। কলমাকান্দায় ১৭ বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ময়মনসিংহে মৃত্তিকার বিভাগীয় কার্যালয় ও গবেষণাগার উদ্বোধন করেন মহাপরিচালক। আগের আমলের সেই মাফিয়াদেরকে একটি রাজনৈতিক দল প্রশ্রয় দিচ্ছে : নাহিদ ইসলাম।  অস্বাভাবিক গরমে ভুগছেন সারাদেশের মানুষ। আপনার ফোনে কোন ভার্সনের LMC বা GCam সাপোর্ট পাবে এবং কিভাবে সেই ভার্সন ডাউনলোড করবেন অতি সহজেই তা দেখে নিন!! জামালপুর সদর পৌরসভার ৮নং ওয়ার্ড দাপুনিয়া জলাশয়ে অর্ধগলিত অজ্ঞত’নামা এক মৃত দেহ উদ্ধার। নিখোঁজ যুবদল নেতা শামীমের পরিবারের পাশে ড. রফিকুল ইসলাম হিলালী।৩ দিনের মধ্যে খোঁজ না মিললে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। ঈশ্বরগঞ্জে গলাকেটে রাকিব হত্যা, মামাতো ভাইসহ অন্যান্য মামলার আসামী গ্রেপ্তার -৬। কেন্দুয়ায় নিখোঁজ যুবদল নেতা শামীম এর পরিবারের পাশে ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

গার্মেন্টসের শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন । 

  • প্রকাশের সময় : ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১১৭ পড়া হয়েছে

 

 

মোঃ নাজমুল হোসাইন শাওন, লংগদু, প্রতিনিধি রাঙামাটি;

বর্তমান সময়ে দশ হাজার টাকা দিয়ে কিছুই হয় না শহরে বাসা ভাড়া , খাবার খরচ , সন্তানের লেখাপড়া , চিকিৎসা খরচ , নিজের খরচ সব মিলিয়ে

বিশ হাজার টাকার উপরে লাগে। আর এই গার্মেন্টস শ্রমিকরা আট হাজার / দশ হাজার টাকা দিয়ে মানিয়ে নেই নিজেদের , এই মানুষগুলো ঠিকমতো বেতন পায় না । তাহলে তারা কিভাবে চলবে । এ বোনটি চার মাস ধরে বেতন পাচ্ছে না । গার্মেন্টসের মালিকের কাছে টাকা নেই । কিন্তু গার্মেন্টসের মালিক যখন কোটি টাকার গাড়ি কিনে , কোটি টাকার বাড়ি কিনে , কোটি টাকার জায়গা জমি কিনে , তখন অভাব পড়ে না । তারা রেস্টুরেন্টে গিয়ে ৫০ হাজার টাকা বিল করে খাবারের তখন তাদের অভাব হয় না । তারা যখন বিদেশে ঘুরতে যায় তখন অভাব হয় না। শুধু অভাব হয় যখন এই অসহায় , মানুষগুলো নিজের বেতনের টাকা চায় । গার্মেন্টসের মালিকের সন্তান – স্ত্রী, এবং নিজে যখন ঈদে ৭ লক্ষ টাকার মার্কেট করেন তখন অভাব পড়ে না । আর এই গার্মেন্টসের শ্রমিকরা এত কষ্ট করার পরও ঈদে নিজের সন্তানকে জামা কিনে দিতে পারে না।

তাদের ঈদের আগে আন্দোলন করতে হয় বেতন আর বোনাসের জন্য কেন তাদের আন্দোলন করতে হবে । তার এত পরিশ্রম করতেছে তারা তো তাদের কাছে ভিক্ষা চাচ্ছে না । তারা তাদের পরিশ্রমের টাকা চাচ্ছে । এ বোনটি বলছে আমি চার মাস ধরে বেতন পাই না । আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তাদের কি? কিনা দিমু , তাদের কি? বলমু , যে মানুষগুলো পেটের দায়ে চাকরি করছে তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছেন । আপনাদের লজ্জা থাকার উচিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় ভূমিকা পালন করে।

** প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা

** গার্মেন্টসের শ্রমিক

** কৃষক

** কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয় না ।

** উনারা হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ

মোঃ নাজমুল হোসাইন শাওন

লংগদু, প্রতিনিধি রাঙামাটি

জনপ্রিয়

কলমাকান্দায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা।

গার্মেন্টসের শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন । 

প্রকাশের সময় : ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

 

মোঃ নাজমুল হোসাইন শাওন, লংগদু, প্রতিনিধি রাঙামাটি;

বর্তমান সময়ে দশ হাজার টাকা দিয়ে কিছুই হয় না শহরে বাসা ভাড়া , খাবার খরচ , সন্তানের লেখাপড়া , চিকিৎসা খরচ , নিজের খরচ সব মিলিয়ে

বিশ হাজার টাকার উপরে লাগে। আর এই গার্মেন্টস শ্রমিকরা আট হাজার / দশ হাজার টাকা দিয়ে মানিয়ে নেই নিজেদের , এই মানুষগুলো ঠিকমতো বেতন পায় না । তাহলে তারা কিভাবে চলবে । এ বোনটি চার মাস ধরে বেতন পাচ্ছে না । গার্মেন্টসের মালিকের কাছে টাকা নেই । কিন্তু গার্মেন্টসের মালিক যখন কোটি টাকার গাড়ি কিনে , কোটি টাকার বাড়ি কিনে , কোটি টাকার জায়গা জমি কিনে , তখন অভাব পড়ে না । তারা রেস্টুরেন্টে গিয়ে ৫০ হাজার টাকা বিল করে খাবারের তখন তাদের অভাব হয় না । তারা যখন বিদেশে ঘুরতে যায় তখন অভাব হয় না। শুধু অভাব হয় যখন এই অসহায় , মানুষগুলো নিজের বেতনের টাকা চায় । গার্মেন্টসের মালিকের সন্তান – স্ত্রী, এবং নিজে যখন ঈদে ৭ লক্ষ টাকার মার্কেট করেন তখন অভাব পড়ে না । আর এই গার্মেন্টসের শ্রমিকরা এত কষ্ট করার পরও ঈদে নিজের সন্তানকে জামা কিনে দিতে পারে না।

তাদের ঈদের আগে আন্দোলন করতে হয় বেতন আর বোনাসের জন্য কেন তাদের আন্দোলন করতে হবে । তার এত পরিশ্রম করতেছে তারা তো তাদের কাছে ভিক্ষা চাচ্ছে না । তারা তাদের পরিশ্রমের টাকা চাচ্ছে । এ বোনটি বলছে আমি চার মাস ধরে বেতন পাই না । আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তাদের কি? কিনা দিমু , তাদের কি? বলমু , যে মানুষগুলো পেটের দায়ে চাকরি করছে তাদেরকে এভাবে কষ্ট দিচ্ছেন । আপনাদের লজ্জা থাকার উচিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় ভূমিকা পালন করে।

** প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা

** গার্মেন্টসের শ্রমিক

** কৃষক

** কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয় না ।

** উনারা হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ

মোঃ নাজমুল হোসাইন শাওন

লংগদু, প্রতিনিধি রাঙামাটি